17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

চাকরি ছাড়ার পর কর্মীদের খাওয়ানো দুধ চায়ের দাম ফেরত চাইলেন বস!

চাকরি ছাড়ার পর কর্মীদের খাওয়ানো দুধ চায়ের দাম ফেরত চাইলেন বস! - the Bengali Times

চাকরি ছেড়েছেন বস। কিন্তু তার আগে অধীনস্ত সহকর্মীদের খাওয়ানো দুধ চায়ের দাম ফেরত চাইলেন তিনি। বিরল এই ঘটনাটি ঘটেছে চীনের আনহুই প্রদেশে। সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

- Advertisement -

জানা গেছে, শেংজিয়াও নামের এক কর্মী চীনা সোশ্যাল মিডিয়া জিয়াওহংশুতে দুধ চায়ের দাম মেটানোর বিষয়টি তুলে ধরেছিলেন। ঘটনাটি ভাইরাল হতে মুহূর্ত লাগেনি। বর্তমানে চীনের নাগরিকেরা ওই বসের নিন্দায় পঞ্চমুখ।

প্রতিবেদনে বলা হয়, অফিসের বিদায়ী বস সহকর্মীদের খাওয়ানো দুধ চায়ের দাম মেটাতে একটি আইনি চিঠি দিয়েছেন। সেখানে প্রতিটি হিসাব সুনির্দিষ্ট করে লেখা। আর সেই চিঠি পেয়ে চোখ কপালে ওঠে কর্মীদের। তাদের কাছে মোট দেড় হাজার চীনা ইউয়ান বা ২০০ মার্কিন ডলার চেয়েছেন ওই ব্যক্তি, যা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

শেংজিয়াওর পোস্টে নেটিজেনদের একজন লিখেছেন, ‘কি চালাক রে বাবা! সহকর্মীদের খাটাতে দুধ আর চা কিনেছিলেন। এখন চাকরি ছাড়ার পর সেই চায়ের দাম ফেরত চাচ্ছেন। হাস্যকর।’ তবে অভিযুক্ত বস এ ঘটনায় দোষ চাপিয়েছেন তার প্রেমিকার ঘাড়ে। প্রেমিকার জেদেই না কি টাকার জন্য সহকর্মীদের চিঠি পাঠিয়েছিলেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles