2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সরকারী ওয়েবসাইটে চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’

সরকারী ওয়েবসাইটে চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ - the Bengali Times
ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী ছবি সংগৃহীত

জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি উল্লেখ থাকার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ সংক্রান্ত একটি পোস্ট শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

- Advertisement -

জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় এক তথ্যপ্রত্যাশী জাতীয় তথ্য বাতায়নের উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে প্রবেশ করলে পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখতে পান।

পরে তিনি তার নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়, যা নিয়ে পরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়লে চেয়ারম্যানের নামের সঙ্গে যুক্ত ‘ভোট চোর’ লেখাটি মুছে ফেলা হয়।

ভুক্তভোগী ওই ইউপি চেয়ারম্যান জানান, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক জাতীয় তথ্য বাতায়নের চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনটি দেখভাল করেন। সেই এটার নিয়ন্ত্রক। একটি দুষ্টচক্র ওয়েবসাইটটি হ্যাক করে এ কাজটি করেছে। এতে তার কোনো সম্পৃক্ততা নেই।

সূত্র : কালবেলা

- Advertisement -

Related Articles

Latest Articles