2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

শাহরুখে মজে দীপিকা প্রকাশ্যেই খেয়েছেন চুমু, বউয়ের কাণ্ড দেখে কী বলছেন রণবীর?

শাহরুখে মজে দীপিকা প্রকাশ্যেই খেয়েছেন চুমু, বউয়ের কাণ্ড দেখে কী বলছেন রণবীর? - the Bengali Times

শাহরুখে মজে দীপিকা প্রকাশ্যেই খেয়েছেন চুমু, বউয়ের কাণ্ড দেখে কী বলছেন রণবীর?
গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে ‘জওয়ান’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাদা শাড়িতে আবেদনময়ী লুকে হাজির হন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে শাহরুখ খানসহ এ সিনেমার অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে শাহরুখের গালে চুমু খেয়ে বসেন দীপিকা। সূত্র: হিন্দুস্তান টাইমস

- Advertisement -

চুমুর সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপরই শুরু হয় চর্চা। নেটিজেনদের সবার চোখ তখন অভিনেতা রণবীর সিংয়ের দিকে। নিজের স্ত্রীর এমন প্রকাশ্য চুমুর ঘটনায় কী প্রতিক্রিয়া দেখাবেন তিনি, তা নিয়ে আগ্রহ সবারই। দীপিকার পোস্ট করা ছবিতে কেউ কেউ লিখেছিলেন, ‘রণবীরের নিশ্চয় খুব হিংসে হচ্ছে!’
কিং খানকে বউ-এর চুমু খাওয়ার বিষয়টি নজর এড়ায়নি রণবীর সিং-এরও। তিনিও প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রীর কমেন্ট বক্সে। ‘জওয়ান’-এর ‘ছলেয়া’ গানের প্রথম দুই লাইন ধার করেই প্রতিক্রিয়া জানান তিনি। রণবীর লেখেন, ‘ইশক মে দিল বানা হ্যায়, ইশক মে দিল ফানা হ্যায়’। দীপিকার প্রতি রণবীরের এমন প্রেম জাহির করা মন্তব্যে বোঝাই যায়, বিষয়টিতে মোটেও তার মন খারাপ হয়নি।

শাহরুখ ও দীপিকার বন্ধুত্ব যে বেশ শক্ত তা প্রায় সবারই জানা। ক্যারিয়ারের শুরু থেকে দীপিকার সঙ্গে ছায়া হয়ে আছেন শাহরুখ। সম্প্রতি তাদের এই বন্ধুত্ব এবং সম্পর্ক নিয়ে মুখ খুললেন দীপিকাও। এক সাক্ষাৎকারে তিনি জানান, তারা একে অন্যের লাকি চার্ম। একে অন্যের প্রতি তাদের অধিকারবোধ আছে ভীষণ রকম। শাহরুখ যে কয়েকজনের সামনে অত্যন্ত দুর্বল তিনি তাদের একজন। তারা যেমন একে অন্যকে অত্যন্ত বিশ্বাস করেন, তেমন শ্রদ্ধাও করেন। আর তার সঙ্গে ভাগ্যটা যেন তাদের সম্পর্কের ক্ষেত্রে ‘চেরি অন দ্য টপ’।

উল্লেখ্য, শাহরুখ খানকে ‘জাওয়ান’ ছবিতে বাবা-ছেলের দ্বৈত চরিত্রে দেখা গেছে। দীপিকাকে দেখা গেছে শাহরুখের মা ও স্ত্রীর ভূমিকায়। এ সিনেমা মুক্তির মাত্র দশ দিনেই প্রায় ৮০০ কোটি রুপি আয় করে ফেলেছে। শুধু ভারতেই আয় করেছে ৪৪০ কোটি রুপির বেশি। সম্পাদনা: তারিক আল বান্না

- Advertisement -

Related Articles

Latest Articles