
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় দেখানো হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। সেখানেই সিনেমার অভিনেত্রী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া ফারিয়া।
কাজের সুবাদে টরন্টো গেছেন বটে, তাই বলে শুধু কাজেই ডুবে থাকবেন, তা তো নয়। হ্যাঁ, জাস্টিন ট্রুডোর দেশের অপরূপ নগর-প্রকৃতিও উপভোগ করছেন নুসরাত ফারিয়া।
কানাডা যাবেন আর নায়াগ্রা জলপ্রপাত দর্শন করবেন না তা কি হয়? বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এক মহাবিস্ময়। সেই বিস্ময়ের সঙ্গে নিজেকে মেলে ধরলেন ফারিয়াও।
ফেসবুকে সেখানকার কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখলেন , এটা আমার টাইমলাইনে রাখতে চাই…
‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া; যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও ভারত সরকার প্রযোজিত এই ছবি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল। আগামী অক্টোবরে ছবিটি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।