2.5 C
Toronto
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

‘কথা বললেই ধমক দেন নাসিক মেয়র আইভী’

‘কথা বললেই ধমক দেন নাসিক মেয়র আইভী’ - the Bengali Times

ছবি সংগৃহীত

কথা বললেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি ধমক দেন বলে অভিযোগ করেছেন নাসিকের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ইফতেখার আলম খোকন। স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি।

মেয়র আইভীর কঠোর সমালোচনা করে কাউন্সিলর ইফতেখার আলম খোক বলেন, ‘উনি (আইভী) কিছু হলেই বলে থাকেন শামীম ওসমান চাঁদাবাজি করেন। তাহলে আমার প্রশ্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এত উন্নয়নের টাকা কই যায়? আর উন্নয়ন করলে লাভ হবে না? এই লাভ কই যায়? আজ আমরা টাকা পাই না, খাইতে পারি না সরকারি দলে থেকেও। আর এখানে ঠিকাদাররা যারা একসময় ভাত খাইতে ভাত পায় নাই, তারা এখন হ্যারিয়ার গাড়িতে ঘোরে।’

- Advertisement -

খোকন বলেন, ‘তার (আইভী) সঙ্গে আমার কোনো দ্বন্দ নেই। নাসিকের ৩৬ জন কাউন্সিলর করোনার সময় অনেক কাজ করেছিলেন। বর্তমানে ডেঙ্গু মহামারীতেও কাউন্সিলররা এলাকায় গিয়ে গিয়ে কাজ করছেন। এটার বাহবা মেয়র পাবেন। আমরা এত পরিশ্রম করার কারণেই তিনি এত সম্মানিত। উনি (আইভী) টাকা আনে সরকারের কাছ থেকে, নিজে থেকে তো আনে না। জনগণ ট্যাক্স দেয়। উনি শুধু পরিচালনা করেন।’

তিনি বলেন, ‘উনি একটা বাজেট অধিবেশন করবে, কবে করবে তা আমাদের কিছুই জানান নাই। আগের বাজেটে গিয়ে দেখলাম উনার কিছু নিজস্ব মানুষ আছে তাদের দিয়ে প্রশ্ন করান। ফুটপাত নিয়ে প্রশ্ন তোলেন। তারপর সংসদ সদস্য শামীম ওসমানকে বকাঝকা করে বাজেট অনুষ্ঠান শেষ। বছরের একটা বাজেট। এটা অত্যন্ত আনন্দের একটা বিষয়। তিনি কখনো বলতে পারবেন না আমাদের সঙ্গে বাজেটের তারিখ ঠিক করেছেন।’

আওয়ামী লীগ নেতা খোকন বলেন, ‘উনি (আইভী) সম্মানিত ব্যক্তি। আমরা তাকে সম্মান করব। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মানে আমার করপোরেশন। আজ উনার সম্পর্কে আমার বলতে হয়। এবারের বাজেট সম্পর্কে কাউকে জানানো হয়নি। উনি মনে করে সিটি করপোরেশন তার। এটার মধ্যে কাউন্সিলর বলতে কোনো শব্দ নাই। তাই আমি কিছুদিন আগে ফেসবুকে লিখেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোরালো অনুরোধ একমাত্র নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে কাউন্সিলরবিহীন করতে। মানে কোনো কাউন্সিলরের দরকার নাই। কারণ আমি জানি উনি দক্ষ প্রশাসক। আমাদের কাউন্সিলর পদ বিলুপ্ত করে দিক।’

এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমার আর কোনো ভয় নাই কথা বলতে। আমি যতদিন বেঁচে আছি সত্য কথা বলে যাব। উনি আমাদের সঙ্গে যা আচরণ করে তা অত্যন্ত দুঃখজনক।’

কাউন্সিলর খোকন বলেন, ‘আমি তো একজন কাউন্সিলর, উনার কর্মী নই। একটা কথা বললেই উনি ধমক দিয়ে বসেন। তাই আমি নগর ভবনে যাই-ই না। আর তাতে তিনিও অনেক খুশি। ৩৬ জন কাউন্সিলর না গেলে তিনি একা মনের মতো সিটি করপোরেশন চালাবেন। উনি শুধু আমার সঙ্গেই নয়, আরও অনেক কাউন্সিলর রয়েছেন তাদের সঙ্গেও ধমক দিয়ে কথা বলেন। এ নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শামীম ওসমানের রাজনীতি করলেও শামীম ভাই নিজেই বলেছে, ‘‘খোকন তুমি যেহেতু কাউন্সিলর হয়েছ এবং ওয়ার্ডের মানুষ তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে- তাদের কাছে তোমার দায়বদ্বতা আছে। তুমি মেয়রকে সহযোগিতা করে এলাকার উন্নয়নে কাজ বাগিয়ে নাও। মেয়রের সঙ্গে মিলেমিশে মানুষের জন্য কাজ কর।’’ অথচ মেয়র আমাদের কাউন্সিলরই মনে করেন না। কিছু বললেই ধমক দেন। অনেক কাউন্সিলর মাসিক মিটিংয়ে কথাও বলেন না। কারণ তারা মনে করে ধমক খাওয়ার চেয়ে চুপ থাকা ভালো।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তাই এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles