17.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত - the Bengali Times

খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে তুমুল উত্তেজনা চলছে ভারত ও কানাডার মধ্যে। আর এ হত্যাকাণ্ডকে ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যে একে অপরের একজন করে শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে।

- Advertisement -

এবার এই ইস্যুতে কানাডার নাগরিকদের ভিসা ইস্যু করা স্থগিত করেছে ভারত। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দেশটি এই পদক্ষেপ নেয় এবং ‘পরবর্তী নির্দেশ বা বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত’ এই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির সঙ্গে ভারতের উত্তেজনা বর্তমানে তুঙ্গে রয়েছে এবং এর মধ্যেই ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অনলাইন ভিসা আবেদন কেন্দ্র বিএলএস ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ভারত বৃহস্পতিবার কানাডিয়ান নাগরিকদের জন্য পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত ভিসা পরিষেবা স্থগিত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, “পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত ভিসা পরিষেবা স্থগিত করার জন্য “অপারেশনাল কারণ” উল্লেখ করা হয়েছে।“

ক্রমবর্ধমান কূটনৈতিক বিতর্কের মধ্যেই দুই দেশের পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে দেশদুটি।

এ ছাড়া এত উত্তেজনার মধ্যেই গত বুধবার রাতে সুখা দুনেকে নামক আরেক খালিস্তানপন্থি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কানাডায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দুনেকে কানাডার খালিস্তান আন্দোলনের অংশ ছিলেন।

চলতি বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ গুরুদ্বারের বাইরে গুলি করে হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে।

এরই প্রেক্ষিতে সোমবার (১৮ সেপ্টেম্বর) কানাডার হাউজ অব কমন্সে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এমনকি ভারতের বিরুদ্ধে এই অভিযোগ তোলার পর ট্রুডো এখন কানাডার মিত্র দেশগুলোকেও পাশে চাইছেন। এই পরিস্থিতিতে শিখ নেতা নিজ্জার হত্যার তদন্তে ভারতকে সহযোগিতা করতে বলেছে যুক্তরাষ্ট্র। এমনকি কানাডার এই অভিযোগে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

অবশ্য নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার গুরুতর এই অভিযোগকে ‘মনগড়া’ এবং ‘উদ্দেশ্য প্রণোদিত’ বলে নাকচ করে দিয়েছে দিল্লি।

- Advertisement -

Related Articles

Latest Articles