13.9 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

বিসমিল্লাহ বলে শুকরের মাংস খাওয়ায় নারী টিকটকারের ২ বছর জেল

বিসমিল্লাহ বলে শুকরের মাংস খাওয়ায় নারী টিকটকারের ২ বছর জেল - the Bengali Times
ছবি সংগৃহীত

‘বিসমিল্লাহ’ বলে শুকরের মাংস খাওয়ার অপরাধে এক নারী টিকটকারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ইন্দোনেশিয়ার একটি আদালত।

সাজাপ্রাপ্ত ওই টিকটকারের নাম লীনা লুৎফিয়াবতী (৩৩)। চলতি বছরের মার্চে আপলোড করা ভিডিও’র জন্য তাকে এই সাজা দেওয়া হয়। যাতে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়।

- Advertisement -

সিএনএনের খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার একটি আদালতে লীনা দোষী সাব্যস্ত হয় এবং তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাকে ২৫০ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি জরিমানা করা হয়। অনাদায়ে অতিরিক্ত তিন মাসের সাজা ঘোষণা করে আদালত। সাজা ঘোষণা হতেই আদালতের মধ্যে কান্নায় ভেঙে পড়েন লীনা।

যে ভিডিও’র জন্য লীনাকে সাজা দেওয়া হয় তাতে দেখা যায়, লীনা শুকরের মাংস খাচ্ছেন। মাংস খাওয়ার আগে তিনি ‘বিসমিল্লাহ’ বলে ফেলেন, যা মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি শব্দ। আর এ নিয়েই ইন্দোনেশিয়ার ইসলামপন্থীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লীনাকে গ্রেপ্তার করে পুলিশ।

লীনা ইন্দোনেশিয়ার একজন জনপ্রিয় টিকটকার। তার টিকটক অ্যাকাউন্টের নাম ‘লীনা মুখার্জি’, যার ফলোয়ার ২০ লাখেরও বেশি।

গত কয়েক বছরে ইন্দোনেশিয়ায় ইসলামি আইন কড়া হয়েছে। গত বছর ২৮ জন এ মামলায় গ্রেপ্তার হন।

- Advertisement -

Related Articles

Latest Articles