0.8 C
Toronto
সোমবার, এপ্রিল ৭, ২০২৫

রাখির কারণে দুই যুবক আত্মহত্যা করেছে, অভিযোগ তনুশ্রীর

রাখির কারণে দুই যুবক আত্মহত্যা করেছে, অভিযোগ তনুশ্রীর - the Bengali Times
রাখি ও তনুশ্রী বাঁ থেকে

রাখি সাওয়ান্ত মানেই যেন বিতর্ক। তার একেক সময় একেক রকম কাণ্ড, তাকে উপাধি দিয়েছে নাটকবাজ বা ড্রামা কুইন। কিছুদিন আগে ওমরাহ করতে গিয়ে কাবা শরিফের সামনে তার স্বামীর প্রসঙ্গে নানা কথা বলতেই কান্নাকাটি শুরু করেন।

এরপর ভারতে ফিরেই তিনি সরাসরি বলে দিলেন কেউ যেন তাঁকে রাখি নামে না ডাকে।
তার নাম ফাতিমা। সে যাহোক, এবার রাখি সাওয়ান্তকে নিয়ে মুখ খুললেন তনুশ্রী দত্ত।

- Advertisement -

বুধবার রাখি সাওয়ান্ত ও তার প্রাক্তন স্বামী আদিল খানের সঙ্গে ঝামেলা নতুন মোড় নিয়েছে। রাখির বিরুদ্ধে ডাকা এক সংবাদ সম্মেলনে স্পষ্ট হয় যে তনুশ্রী রাখির পক্ষ নিয়েছেন।

বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তনুশ্রী দুই ছেলের মৃত্যুর জন্য রাখি সাওয়ান্তকে দায়ী করেছেন। তিনি বলেন যে ‘তাদের বাবা-মা রাখির বিরুদ্ধে লড়াই করতে পারেনি।’

তনুশ্রী মি টু আন্দোলনের উদাহরণও তুলে ধরেন এবং বলেছিলেন যে সেই সময় রাখি তার ভাবমূর্তি নষ্ট করেছিলেন। তনুশ্রী অভিনেত্রী রাখিকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles