
নিষ্ঠা ত্রিপাঠী ছবি সংগৃহীত
১০ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল তরুণীর। এবার সেই যুবকের বিরুদ্ধেই তরুণীকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ উঠল। গত বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনউর চিনহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতের নাম নিষ্ঠা ত্রিপাঠী (২৩)। তিনি একটি কলেজে স্নাতক করছিলেন। অভিযুক্ত আদিত্য পাঠকের সঙ্গে কয়েকদিন আগে পরিচয় হয়েছিল তার।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার একটি ফ্ল্যাটে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে নিষ্ঠাসহ অনেক শিক্ষার্থী হাজির হয়েছিলেন। পার্টিতে অংশ নেন আদিত্যও। পরে চিনহাট এলাকার ওই ফ্ল্যাট থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লখনউয়ের ডেপুটি পুলিশ কমিশনার সৈয়দ আলি আব্বাস বলেছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আদিত্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্যবসা করেন। বেশ কয়েকটি অপরাধের রেকর্ড রয়েছে তার। কিন্তু কেন কলেজছাত্রী নিষ্ঠাকে খুন করলেন, সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।