14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

প্রকাশ্যে ‘দশম অবতার’র ট্রেলার, জয়াকে নিয়ে রহস্য

প্রকাশ্যে ‘দশম অবতার’র ট্রেলার, জয়াকে নিয়ে রহস্য

ছবি সংগৃহীত

কলকাতার শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। আর সব খুনই একই ধরনের। এত কিছুর পরও সিরিয়াল কিলারকে ধরতে পারছে না কলকাতা পুলিশ। মামলার দায়ভার এসে পরে প্রবীর রায় চৌধুরীর ওপর। তার সঙ্গী হন ইন্সপেক্টর পোদ্দার। এরপর বইয়ের পাতার মতো একটার পর একটা ঘটনা প্রবাহ উঠে আসতে থাকে টানটান তিন মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলারে।

তবে ক্লুটা দেয় একজন; সে হলো জয়া আহসান! কখনও সাক্ষী, কখনও পুলিশের প্রেমিকা আবার কখনও স্ত্রী রূপে হাজির হন তিনি। নানা অবতারে ছড়িয়েছে রহস্য। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমার ট্রেলার যেন মুহূর্তেই চমকে দিল।

- Advertisement -

২০১১ এর পর ২০২৩, আবারও প্রবীর রায় চৌধুরী হয়ে ফিরলেন প্রসেনজিৎ। বিজয় পোদ্দার হয়েছেন অনির্বাণ। আর অভিনেতা যিশু এসেছেন ঈশ্বরের আরেকটি রূপে।

১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। সিনেমাতে আরও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেবসহ অনেকে।

- Advertisement -

Related Articles

Latest Articles