1 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

২১৪ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ধরা

২১৪ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ধরা
কিং টাউনশিপের হাইওয়েতে নির্ধারিত সীমার দ্বিগুন গতিতে গাড়ি চালাচ্ছিলেন ২৬ বছর বয়সী এক জি ২ ড্রাইভার এ ঘটনায় তার বিরুদ্ধে স্টান্ট ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয়েছে

কিং টাউনশিপের হাইওয়েতে নির্ধারিত সীমার দ্বিগুন গতিতে গাড়ি চালাচ্ছিলেন ২৬ বছর বয়সী এক জি-২ ড্রাইভার। এ ঘটনায় তার বিরুদ্ধে স্টান্ট ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয়েছে।

অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, কর্মকর্তারা তাদের অরোরা ক্যামেরায় ওই চালককে কিং রোডের দক্ষিণে ঘণ্টায় ২১৪ কিলোমিটার গতিতে গাড়ি চালাতে দেখেন। ওই সড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেওয়া আছে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

- Advertisement -

স্টান্ট ড্রাইভিংয়ের শাস্তি হিসেবে স্বয়ংক্রিয়ভাবে গাড়িটি ১৪ দিনের জন্য ইয়ার্ডে রাখা হবে। সেই সঙ্গে ৩০ দিনের জন্য লাইসেন্স স্থগিত থাকবে। ওপিপির তথ্য অনুযায়ী, লেবার ডের ছুটির সপ্তাহে স্টান্ট ড্রাইভিংয়ের ১৪০টির মতো অভিযোগের পর এই ঘটনাটি সামনে এল।

শুক্রবার বিকাল থেকে সোমবার রাত পর্যন্ত ট্রাফিক নীতি লঙ্ঘনের ঘটনায় ১০ হাজারের বেশি অভিযোগ আনা হয়েছে। ওপিপির পক্ষ থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles