0.4 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তিতে কানাডাকে অ্যাঙ্করের ভূমিকায় চান আসিয়ান নেতারা

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তিতে কানাডাকে অ্যাঙ্করের ভূমিকায় চান আসিয়ান নেতারা - the Bengali Times
জোটের নেতাদের সামনে এক বক্তৃতায় জাস্টিন ট্রুডো বলেন তাদের সম্পর্কে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) কানাডাকে তাদের সাম্প্রতিক কৌশলগত অংশীদার হিসেবে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরকালে ১০ জাতির জোটটি এই মনোবাব ব্যক্ত করেছে।

ইন্দো-প্যাসিফিক রিজিয়নে কানাডার সম্প্রসারিত উপস্থিতির প্রতিফলন হচ্ছে নতুন এই অংশীদারিত্ব। কানাডা-আসিয়ান মুক্ত বাণিজ্য চুক্তিও এর আরেকটি প্রতিফলন।

- Advertisement -

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো কানাডাকে এই অংশীদারিত্বে স্বাগত জানান। উইডোডো বলেন, আশা করি কানাডা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় অ্যাঙ্করের ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পারস্পরিক সহযোগিতায় উৎসাহ দিয়ে যাবে তারা।

জোটের নেতাদের সামনে এক বক্তৃতায় জাস্টিন ট্রুডো বলেন, তাদের সম্পর্কে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।

- Advertisement -

Related Articles

Latest Articles