11.5 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন: বেঁচে নেই বর-কনের কেউ

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন: বেঁচে নেই বর-কনের কেউ - the Bengali Times

অগ্নিকাণ্ডে বর কনে দুজনই প্রাণ হারিয়েছেন

ইরাকের ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত চার শতাধিক মানুষ হতাহতের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে রেড ক্রিসেন্ট, এর মধ্যে নিহত হয়েছেন ১০০ এরও বেশি। মৃতের তালিকায় রয়েছে নববিবাহিত দম্পতির দুজনই। বিষয়টি নিশ্চিত করেছেন ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ দুবারদানি।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই ঘটনা ঘটে। বুধবার সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন সেখানে উদ্ধার কাজ পরিচালনা করছেন দমলকর্মীরা।

- Advertisement -

আহমেদ দুবারদানি বলেন, আহতদের মধ্যে অন্তত ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, আহতদের বেশিরভাগেই সম্পূর্ণ শরীর পুড়ে গেছে। বাকিদের শরীরের ৫০-৬০ শতাংশ পুড়ে গেছে। পরিস্থিতি খুবই খারাপ।

তিনি জানান, আহত ও দগ্ধদের বেশিরভাগই তরুণ। এখনো কাউকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি।

এদিকে হাসপাতালে রক্ত দেওয়ার জন্য ভিড় করছেন ইরাকিরা।

- Advertisement -

Related Articles

Latest Articles