11.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

‘লোকজন হাততালি দিতে দিতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে’

‘লোকজন হাততালি দিতে দিতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে’

মানুষ হাততালি দিতে দিতে বিএনপির চলমান কর্মসূচিতে যোগ দিচ্ছে বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আজ রবিবার সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

- Advertisement -

বিএনপির চলমান কর্মসূচিতে কর্মী আছে, জনগণ নেই—আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘আমাদের বিভাগীয় সমাবেশগুলোয় ব্যাপক জনসমাগম ঘটেছে। এসব সমাবেশে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে। গণমিছিল ও পদযাত্রার সময় দেখছি, রাস্তার দুই ধারের দোকানপাট থেকে লোকজন বেরিয়ে হাততালি দিতে দিতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। এগুলো সরকারও দেখতে পাচ্ছে। কিন্তু সত্য স্বীকার করতে চাইছে না।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া হয় কখনো ২৪ ঘণ্টা, কখনো বা ১২ ঘণ্টা আগে। মাঝেমধ্যে অনুমতি দেওয়া হয় তিন ঘণ্টা আগে। এই এক দিনের নোটিশে বা তিন ঘণ্টার নোটিশে আমাদের সমাবেশে যে পরিমাণ জনসমাগম ঘটে, তাতেই সরকার ভয় পায়। ২৮ আগস্ট পল্টনে আমাদের সমাবেশে যে পরিমাণ জনসমাগম ঘটেছে, সেটা সরকারি হিসাবেই ১০ লাখের বেশি।’

বিরিয়ানি-পোলাও খাইয়েও কর্মীদের সমাবেশে ধরে রাখতে পারছে না আওয়ামী লীগ—এমন অভিযোগ তুলে শামা ওবায়েদ বলেন, ‘আওয়ামী লীগ তাদের সমাবেশে বিরিয়ানি, পোলাও, খিচুড়ি খাইয়েও কর্মীদের রাখতে পারছে না। সামনের গেট দিয়ে সমাবেশে মানুষ প্রবেশ করে পেছনের গেট দিয়ে বের হয়ে যায়। তারা হতাশা থেকে বলছে, বিএনপির আন্দোলনে জনগণ নেই। ওবায়দুল কাদের সাহেব নিজেই ক্ষেপে যান তাদের সমাবেশে লোক না দেখে।’

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles