9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

প্রেমিকের গালে চুমু খেয়ে আলোচনায় রাজের ভাগ্নি

প্রেমিকের গালে চুমু খেয়ে আলোচনায় রাজের ভাগ্নি - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতীয় টিভি অভিনেত্রী সৃষ্টি পাণ্ডের পরনে সাদা রঙের ওয়ান পিস ও অভিনেতা অর্ণবের পরনে নীল রঙের টি-শার্ট। সৈকতে পরস্পরকে জড়িয়ে ধরে হিন্দি সিনেমার গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন সৃষ্টি। এক পর্যায়ে অর্ণবের গালে চুমু খান এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা নিয়ে চলছে জোর আলোচনা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘ফেলনা’ ধারাবাহিকে অভিনয় করে প্রথম নজর কাড়েন সৃষ্টি। অর্ণবকে দেখা গিয়েছে দুটি সিরিয়ালে। তার মধ্যে ‘ফেলনা’ অন্যতম। এ ধারাবাহিকের শুটিং সেটে এ জুটির আলাপ। একসময় অর্ণবকে ‘বন্ধু’ বলেই দাবি করতেন নির্মাতা রাজ চক্রবর্তীর ভাগ্নি। যদিও এখন এ জুটিকে দেখে নির্দ্বিধায় যে কেউ বলে দেবেন প্রেমের জলে হাবুডুবু খাচ্ছেন।

- Advertisement -

প্রেম নিয়ে লুকোচুরি করেন না সৃষ্টি পাণ্ডে। এর আগে অনির্বাণ বিশ্বাসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ চর্চিত হয়েছেন এই অভিনেত্রী।

মামা রাজ ও মামি শুভশ্রী গাঙ্গুলির খুব আদরের সৃষ্টি পাণ্ডে। শুভশ্রী-রাজ দম্পতির পুত্র ইউভানের সঙ্গেও সৃষ্টির দারুণ সম্পর্ক। অভিনয়ের পাশাপাশি রাজের সহকারী হিসেবে কাজ করেছেন এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles