5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

লাল হলুদ, কমলা

লাল হলুদ, কমলা
ধীরে ধীরে ফলের আগমণী বার্তা আসতে শুরু করেছে পাতারা রঙ বদলাতে শুরু করেছে

আজ অক্টোবরের প্রথম দিন। সামার বিদায় নিয়েছে । ধীরে ধীরে ফলের আগমণী বার্তা আসতে শুরু করেছে, পাতারা রঙ বদলাতে শুরু করেছে। লাল হলুদ, কমলা । অসাধারন সাজ সাজতে শুরু করার প্রস্তুতি নিচ্ছে তারা। এখনি পুরাপুরি রঙ আসে নি তবে খুব তাড়াতাড়ি নানা রঙ নিয়ে চলে আসবে ওরা। আর আমরা দল বেঁধে ছুটে ছুটে যাবো পাতার অসাধারন রঙ দেখতে।

কিন্তু পাতার রঙ বদলান দেখে চোখে জুড়ানো হলেও কোথায় যেনো পাতাদের একটা করুন কান্না শুনতে পাই। রঙ্গিন পাতায় গাছ ভরে থাকলেও সাথে সাথে প্রচুর পাতা ঝরতেও থাকে। গাছের উপর যেমন ভরে থাকে রঙ্গিন পাতায় তেমনি গাছের নীচেও অসংখ্য রঙ্গিন পাতা যাদের উপর পা ফেলেই আমরা এগিয়ে যাই গাছের পাতা দেখতে তাদের সাথে ছবি তুলতে।

- Advertisement -

রঙ্গিন পাতার রঙ্গে মন রঙ্গিন হলেও বুকের ভেতর একটা কান্না অনুভুব করি। আহারে অল্প কিছুদিন পরই গাছের সব পাতা ঝরে যাবে। তখন বিরহী গাছ মা তার সকল সন্তানদের হারিয়ে করুন চেহেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে মাসের পর মাস তাদের পাতা সন্তানদের ফিরে আসার অপেক্ষাতে । শীতের দেশের এটাই নিয়ম। আমরা এর মাঝেই চেষ্টা করি কোন না কোন ভাবে জীবনটা উপভোগ করতে।

- Advertisement -

Related Articles

Latest Articles