6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ফ্রিল্যান্সারদের উৎসে কর দিতে হবে না: বাংলাদেশ ব্যাংক

ফ্রিল্যান্সারদের উৎসে কর দিতে হবে না: বাংলাদেশ ব্যাংক - the Bengali Times

ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ১০ শতাংশ কর না কাটার নির্দেশনা দিয়ে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর উদ্দেশে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

- Advertisement -

রোববার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের (এফইপিডি) পরিচালকের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ১২৪ ধারা এর (২) (আ) এবং ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২১ অনুযায়ী ফ্রিল্যান্সিং খাত থেকে কোনো উৎসে কর কাটা যাবে না।

এ বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, ফ্রিল্যান্সারদের কোনো কর দিতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ফ্রিল্যান্সারদের উৎসাহ প্রদান করছেন এবং তাদের পাশে রয়েছেন।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের এক নির্দেশনায় ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিট্যান্সের ওপর উৎসে কর আদায় করতে বলা হয়।

তবে বিষয়টি নিয়ে একধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ১০ শতাংশ উৎসে কর কাটা হবে বলে অনেকে ধারণা করেন। তাই বিষয়টি স্পষ্ট করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

- Advertisement -

Related Articles

Latest Articles