16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

পুরুষদের সেক্স কমেডি দেখতে দেখতে ক্লান্ত : ভূমি

পুরুষদের সেক্স কমেডি দেখতে দেখতে ক্লান্ত : ভূমি - the Bengali Times
অভিনেত্রী ভূমি পেডনেকার

নারীর যৌনতানির্ভর কমেডি চলচ্চিত্র ‘থ্যাংক ইউ ফর কামিং’ অবশেষে পর্দায় আসতে চলেছে। সিনেমাটির মূল ভূমিকায় রয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। সেক্স কমেডি ঘরানার সিনেমাটি ঘিরে ইতিমধ্যে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। ব্যতিক্রমী এই সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে ভূমিও জানালেন সোজাসাপ্টা কথা।
অভিনেত্রীর মতে, সেক্স কমেডিনির্ভর চলচ্চিত্রে পুরুষপ্রধান চরিত্র দেখতে দেখতে ক্লান্ত। তাই পরিবর্তনের সময় এসেছে।

এতে অভিনয় করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘যখন আমি স্ক্রিপ্টটি শুনেছিলাম, তখন মনে হয়েছিল, ঈশ্বরকে ধন্যবাদ, এই সিনেমাটি আমার কাছে এসেছে। আমি অনেক দিন অপেক্ষা করেছি।

- Advertisement -

প্রধান চরিত্রে কমেডি করতে। সেক্স কমেডি সিনেমাগুলোতে ছেলেদের মজা করতে দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। পুরুষরাই সব সময় সেক্স কমেডির শিরোনামে থাকে। এবার এই শিকল ভাঙার সময় এসেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles