6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

জন্মদিনে উপহার পেতে একসঙ্গে ৩৫ নারীর সঙ্গে প্রেম

জন্মদিনে উপহার পেতে একসঙ্গে ৩৫ নারীর সঙ্গে প্রেম

জন্মদিনে দামি দামি উপহার পেতে একই সময়ে ৩৫ জন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন জাপানি এক যুবক। এই লক্ষ্যে তিনি তার প্রত্যেক প্রেমিকাকেই জানিয়েছেন ভিন্ন ভিন্ন জন্ম তারিখ। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু সম্প্রতি তাকে প্রতারণার দায়ে গ্রেফতার করেছে জাপান পুলিশ।

- Advertisement -

৩৯ বছর বয়সী ঐ ব্যক্তির নাম তাকাশি মিয়াগাওয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, তাকাশি মিয়াগাওয়া উপহারের লোভে একই সময়ে ৩৫ জন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন এবং তাদের প্রত্যেককেই তিনি বলেছেন, তিনি এই সম্পর্কের ব্যাপারে খুবই আন্তরিক। মজার ব্যাপার হলো— তাকাশি তার প্রত্যেক প্রেমিকাকেই তার জন্মদিনের বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাকাশি স্বীকার করেছেন, তিনি তার প্রেমিকাদের কাছ থেকে এখন পর্যন্ত ১ লাখ ইয়েন মূল্যের বিভিন্ন উপহার ৩৬ হাজার ইয়েনের একটি দামি স্যুট পেয়েছেন।

যাই হোক, একপর্যায়ে তার প্রেমিকারা তাকাশির জালিয়াতি ধরে ফলেন এবং নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য যোগাযোগ গড়ে তোলেন। পরে নিজেদের মধ্যে পরামর্শ শেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তারা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে প্রতারণা সন্দেহে অভিযোগ আনা হয়েছে।

জাপানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ইনডিপেনডেন্ট জানিয়েছে, তাকাশি মিয়াগাওয়া ৪৭ বছর বয়সী এক প্রেমিকাকে তার জন্মদিন বলেছেন ২২ ফেব্রুয়ারি, ৪০ বছরের অপর একজনকে বলেছেন জুলাইয়ের একটি তারিখ এবং ৩৫ বছরের এক নারীকে বলেছেন তার জন্মদিন এপ্রিল মাসে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে মিয়াগাওয়া জানিয়েছেন, তার আসল জন্মদিন ১৩ নভেম্বর।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াগাওয়া একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কাজ করতেন। তার প্রতিষ্ঠান হাইড্রোজেন পানির শাওয়ারসহ বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে।

জাপানি সংবাদ সংস্থা মেইনিচি ব্রডকাস্টিং করপোরেশনকে এক ভুক্তভোগী নারী জানান, তাকাশি মিয়াগাওয়া তাদের দ্বিতীয় সাক্ষাতের সময়ই চুমু দেন। কিন্তু তিনি বিয়ের আগেই এমন কোনো সম্পর্কে জড়াতে চান না​ উল্লেখ করলে তাকাশি বলেন, আমি বিষয়টি নিয়ে খুবই আন্তরিক এবং আমি আমার বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই। কিন্তু কথা রাখেননি তাকাশি।

- Advertisement -

Related Articles

Latest Articles