
বিভিন্ন সময়ে নানা রকমের আচরণ করে লাইমলাইটে থাকার চেষ্টা করেন রাখী সাওয়ান্ত। তার বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। তবে এবার রাখীকে দেখে রীতিমতো আঁতকে উঠলেন ভক্তরা। মুখ-চোখের অবস্থা ভাল নয়, পোশাকও আলুথালু।
এখানেই শেষ নয়, যে রাখী একদা তার ভক্তদের সঙ্গে হেসে কথা বলতেন সর্বদা, নিজেই যেচে ছবি দিতেন। এবার তার ছবি তোলা হচ্ছে দেখে কার্যত মারতে উদ্যত হলেন তিনি। গেলেন তাদের দিকে তেড়ে।
রাখীর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যালে। যা দেখে খানিক চিন্তায় তার ভক্তরা। অনেকেই প্রশ্ন করেছেন, ব্যক্তিগত জীবনে ঝড় ওঠার কারণে রাখী কি সমস্যায় রয়েছেন? কী হয়েছে তার? তিনি কি অবসাদে ভুগছেন?
এই মুহূর্তে রাখী সাওয়ান্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা জারি। স্বামী আদিল খান তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন তার প্রিয় বান্ধবীও। রাখীও চুপ থাকেননি। আদিলের নামে একগুচ্ছ অভিযোগ এনেছেন তিনিও। দাবি করেছেন আদিল তার ব্যক্তিগত ভিডিও বেচে মোটা টাকা আয় করেছেন। প্রশ্ন-জবাব চলছে জোরকদমে, চলছে কাদা ছোড়াছুড়িও।