
দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটে বলে দাপট দেখিয়ে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। এই ম্যাচে বল হাতে মূল্যবান তিনটি উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের জয়ের পর পরই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
ফেসুবক স্ট্যাটাসে শুধু একটি ইমোজি দিয়ে কাউকে চুপ থাকতে বলেছেন শিশির। শিশিরের এমন স্ট্যাটাস কাকে উদ্দেশ্য করে তা বুঝা যায়নি।
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়। ধারণা করা যাচ্ছেযারা নানা আলোচনা আর সমালোচনা করেছিলেন, তাদেরই মুখ বন্ধ রাখতে বলেছেন তিনি। শিশিরের এমন স্ট্যাটাসের পর অনেকের মনেই প্রশ্ন, কাকে উদ্দেশ্য করে এমন ইমোজি দিলেন তিনি?