-1.5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

সামান্য পদ পদবীর জন্যে কত কিছু ঘটছে

সামান্য পদ পদবীর জন্যে কত কিছু ঘটছে
দু একটি বাদে আজ পর্যন্ত বেশীরভাগ সংগঠন বা অনুষ্ঠান আয়োজনে আমার কোন পদ পদবীর দরকার হয় নি কিন্তু সেসব আয়োজনে আমার ভুমিকা ছিল প্রধান

আশির দশকে বিশ্ববিদ্যালয়ের লম্বা ছুটির দিনগুলিতে বাধ্যতামুলক হল ছেড়ে বাড়ীতে চলে যেতে হতো। সেই সময় গোয়ালন্দে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মত দুইবার ১লা বৈশাখ তথা বাংলা নববর্ষের আয়োজন করি। এরপর অনেকগুলো সামাজিক সংস্কারমুলক কাজে হাত দেই যার বেশীরভাগগুলোতেই আমার আনুষ্ঠানিক কোন পদ ছিল না। ১৯৮৭ সালের দিকে গঠন করি জনকল্যাণ সংসদ নামে একটি সংগঠন যার আমি ছিলাম ৫১ নং সদস্য।

একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম কয়েক বছর যার কোন পদে ছিলাম না। কিন্তু সভাপতি সেক্রেটারী আমিই গঠন করে দিয়েছিলাম। জনকল্যাণ সংসদ আমার ব্রেইন চাইল্ড যার মাধ্যমে উপজেলায় একটি কার্যকর দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু করতে পেরেছিলাম। দু একটি বাদে আজ পর্যন্ত বেশীরভাগ সংগঠন বা অনুষ্ঠান আয়োজনে আমার কোন পদ পদবীর দরকার হয় নি কিন্তু সেসব আয়োজনে আমার ভুমিকা ছিল প্রধান।

- Advertisement -

গোয়ালন্দে কামরুল ইসলাম সরকারী মহাবিদ্যালয় আমার প্রস্তাবে ও প্রাথমিক উদ্যোগে শুরু করতে বাধ্য হয়। কিন্তু সেখানে কলেজের রেজুলেশন বইতে আমার নাম বা নিশানা পর্যন্ত নেই। মিথ্যা প্রস্তাবকারীর নাম লেখা হয়েছে বলে জানতে পারলাম। তাতে আমার তেমন কিছুই আসে যায় না। তবে এই কলেজের নাম প্রস্তাব ও বাস্তবায়নে আমার সাথে এবং আমার অনুপস্হিতিতেও যারা ঐ সময় ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন তারা হলো শহীদ স্মৃতি ক্লাবের সদস্যগণ। কদিন আগেও টরন্টোতে একটি অনুষ্ঠান করলাম যার কোন কমিটি ছিল না এবং আমার বা অন্যদেরও কোন পদের দরকার হয় নি। বিগত ৪৫ বছর যাবত এসব করলাম কখনো ভাবি নি এরও একটা নাম আছে যার নাম, ‘Leadership without authority’!

ক’বছর আগে আমার কর্মস্হল সিআইবিসি ব্যাংকের কিছু বাধ্যতামুলক ট্রেনিং কোর্স করতে গিয়ে দেখি, অপর একটি অপসনাল কোর্সের অফার করা হয়েছে, যার নাম ‘Leadership without Authority’. কোর্সটি করলাম এবং উপলদ্ধি করলাম, যে কাজ ছোটবেলা থেকে করে আসছি তারও একটি নাম আছে এবং তা এইসব পশ্চিমা দেশে পড়ানো হয়। ভাবি, আজ সামান্য পদ পদবীর জন্যে কত কিছু ঘটছে, টাকা পয়সার লেনদেন হচ্ছে, এমনকি খুনোখুনি পর্যন্ত হচ্ছে অথচ সত্যিকার লিডারশিপ আমরা দেখতে পাচ্ছি না। সবই যেন মরিচীকা। আসলে কাজ করতে চাইলে পদের কোন দরকার হয় না।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles