
দিন ছিলো শুক্রবার অনুপম দাসের সুটিং স্পট টরন্টোর আগা খান মিউজিয়ামের দোতলায় হাইফাই ভাবে সাজানো রুম। একত্রিত হয়ে ছিলাম টরন্টোর সাউথ এশিয়ান আর্ট স্পেশালিস্ট বন্ধু আলি আদিল খান। ঢাকা থেকে টরন্টো বিমান এয়ারওয়েজের ড্রিমলাইনার উড়িয়ে নিয়ে আসা অনুজপ্রতীম প্রিয় সিনিয়ার ক্যাপ্টেন শোয়েব চৌধুরী,যখনি সে এসে টরন্টো নামে আমাদের জন্যে বুক ভর্তি ড্রিম সঙ্গে থাকে।
আরো ছিলেন প্যারিস থেকে আসা ডকো ফিল্ম ডিরেক্টর আমিরুল আরহাম। তিন ঘন্ট সুটিং আর শোয়েব – আরহামের আগা খান মিউজিয়ামের জালালউদ্দিন রুমীকে নিয়ে অপূর্ব বিশাল প্রদর্শনী দেখা শেষ। সবার ক্ষিদায় ছটফট দুপুর তিনটা বাজে।কাছেই ডন মিলস টরন্টোর বেস্ট রেস্টুরেন্ট পাড়া।
দুই গাড়ি বোঝাই হয়ে পৌঁছলাম আদিলের ফেভারিট মেক্সিকো রেস্টুরেন্টে।সাঙ্গগ্রিলার দারুণ বানায় সাথে নাচো,বোরিতো,টাকো। কানায় কানায় পেট ভরলো-মজা লাগলো। জীবন সত্যি সুন্দর,যদি সময় মত ভালো খাদ্য হয়!
স্কারবোরো, কানাডা