6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

করলা ভাজি

করলা ভাজি - the Bengali Times

শুধু করলা ভাজি, আজ দুপুরে
শুধু ভাতের আনন্দ।

- Advertisement -

শাদা ভাত নয়; আর্য়ুবেদী আনন্দ ভাগাভাগি করে, আজ অপরাহ্নে
স্টারবাকসের কফি এবং ফ্রি ওয়াইফাই অনেকটা আনন্দের মতো, আজ বিকেলে
আবার স্বীকৃতির প্রশ্ন উঠলো ভুটানের মতো, আজ সন্ধ্যায়
সাতটা সাতে স্ট্রিটকারের জন্য অপেক্ষা, আজ রাতে
সুগার ম্যাম পুত্রতুল্য বয়ফ্রেন্ডের হাত ধরে
রাত্রির সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে। যাক।
গোল্লায় যাক মদ্যমধ্য রাতে।
.
কাল ভোরে কিংবা দুপুরে করলা ভাজির জন্য
আমি কি কাঁদবো!
অথবা একটু ভালোবাসবো?

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles