2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নেইমারের গায়ে পপকর্ন ছুড়ে মারলেন সমর্থক!

নেইমারের গায়ে পপকর্ন ছুড়ে মারলেন সমর্থক! - the Bengali Times
ছবি সংগৃহীত

ভেনিজুয়েলার সঙ্গে ড্র করায় স্বভাবতই হতাশা ভর করছিল ব্রাজিল দলের মধ্যে। মাথা নিচু করে সেলেসাও তারকা নেইমার ড্রেসিংরুমে ফিরছিলেন। তখনই অদ্ভুত কাণ্ড ঘটান এক সমর্থক। গ্যালারি থেকে নেইমারকে উদ্দেশ্য করে পপকর্নের প্যাকেট ছুড়ে মারেন এক সমর্থক।

এতে বেশ খেপেছেন নেইমার। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও।

- Advertisement -

এমনিতে ম্যাচ জিততে পারেনি, তার ওপর এমন ঘটনায় নিজেকে শান্ত রাখতে পারেননি নেইমার। ভিডিওতে দেখা যায়, সেই সমর্থকের ওপর ব্যাপক খেপে গেছেন নেইমার।

রাগান্বিত হয়ে সেই সমর্থকের উদ্দেশে আঙুল দেখিয়ে কিছু একটা বলতেও দেখা যায় তাকে। ওই সমর্থকও নেইমারকে ইশারা করে ব্যঙ্গ করছিলেন। যদিও সঙ্গে থাকা সতীর্থরা নেইমারকে শান্ত করে দ্রুত ড্রেসিংরুমে নিয়ে যান।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ ভোরে ভেনিজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল।

পাঁচবারের চ্যাম্পিয়নদের এগিয়ে নিয়েছিলেন গ্যাব্রিয়েল মাগালেস। আর ভেনিজুয়েলাকে সমতায় ফেরান এদুরার্দ বেল্লো। এই ম্যাচের পরেই স্টেডিয়ামে এমন কাণ্ড ঘটিয়েছেন এক সমর্থক।

- Advertisement -

Related Articles

Latest Articles