6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

হৃতিকের প্রেমিকা মানসিক ভারসাম্যহীন, উত্তরে যা বললেন সাবা

হৃতিকের প্রেমিকা মানসিক ভারসাম্যহীন, উত্তরে যা বললেন সাবা
ছবি সংগৃহীত

সাবা আজাদ ও হৃতিক রোশনের প্রেমের গুঞ্জন বহুদিন আগের। জনসমক্ষে একাধিক বার হৃতিকের সঙ্গে দেখা গিয়েছে সাবাকে। রোশন পরিবারের সঙ্গে ইতিমধ্যেই সময়ও কাটিয়েছেন সাবা। এমনিতে বেশ অর্ন্তমুখী স্বভাবের তিনি।

নিজের ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ্যে আনতে স্বচ্ছন্দ নন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের জনপ্রিয় একটি ফ্যাশন উইকে গাইতে গিয়ে চূড়ান্ত ট্রোলড হয়েছেন অভিনেতার প্রেমিকা। গাইতে গাইতে আচমকা নাচ শুরু করেন সাবা। সেই নাচ অন্য রকম ঠেকেছে অনেকের চোখে। সাবার এই নাচ দেখে কেউ বলেছেন, তার মাথাখারাপ। কেউ আবার তাকে মনোবিদ দেখানোর পরামর্শ দিয়েছেন। সামাজিক মাধ্যমে যেভাবে তাকে নিয়ে কটাক্ষ চলছে, এ বার তারই জবাব দিলেন সাবা।

- Advertisement -

জবাবে সাবা লেখেন, ‘উমমম হ্যাঁ, আসলে এই উপদেশটা রোজ দিন পাই। এমন ঘৃণার পৃথিবীতে আপনাদের মতো মানুষের মন্তব্যই বেশি।’

সাবা আজাদ একজন ভারতীয় অভিনেত্রী, নাট্যনির্মাতা এবং মিউজিশিয়ান। ২০০৮ সালে ভারতীয় সিনেমা দিলকাবাড্ডিতে প্রধান চরিত্রগুলোর একটিতে অভিষেক হয় সাবার। কমিডি ফিল্ম মুজছে দোস্তি কারোগিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান তিনি। সনি টিভিতে চলতি বছরের জনপ্রিয় ভারতীয় সিরিজ ‘রকেট বয়েজ’এ পারভানা ইরানি চরিত্রে অভিনয় করেছেন সাবা।

 

- Advertisement -

Related Articles

Latest Articles