7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

কৃষকের ছেলে এখন ফোর্বসের ১০০ ধনীর তালিকায়

কৃষকের ছেলে এখন ফোর্বসের ১০০ ধনীর তালিকায়
কে পি রামস্বামী ছবি সংগৃহীত

কে পি রামস্বামী। বয়স ৭৪ বছর। কৃষক পরিবারের সন্তান। কলেজও পাশ করা হয়নি। সেই রামস্বামীই এবার স্থান করে নিলেন ভারতের সেরা ১০০ ধনকুবেরের তালিকায়।

রামস্বামীর সম্পত্তির পরিমাণ ১৯ হাজার ১৩৩.৭ কোটি। বস্ত্রবয়ন ও চিনি উৎপাদনকারী সংস্থা কেপিআর মিলের মালিক রামস্বামী ফোর্বস প্রকাশিত তালিকায় ঠাঁই পেলেন শততম অবস্থানে।

- Advertisement -

১৯৮৪ সালে কেপিআর মিল প্রতিষ্ঠা করেন রামস্বামী। ক্রমে সেটাই হয়ে ওঠে দেশের বৃহত্তম পোশাক রপ্তানি প্রতিষ্ঠান। পরে ২০১৩ সালে শুরু হয় চিনির ব্যবসাও। ২০১৯ সালে শুরু করেন পুরুষদের অন্তর্বাসের ব্যবসা। বাজারে আসে অন্তর্বাস ব্র্যান্ড ফাসো। আর এই সব ব্যবসার সাফল্যে রামস্বামী ক্রমেই উঠে এলেন শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের তালিকায়।

তালিকার শীর্ষে যারা
ফোর্বসের তালিকায় শীর্ষে রয়েছে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তার মোট সম্পত্তির পরিমাণ ৯২ বিলিয়ন মার্কিন ডলার। এরপরই রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তার সম্পত্তির পরিমাণ ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় স্থানে এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাদার। তার মোট সম্পত্তি ২৯.৩ বিলিয়ন মার্কিন ডলার।

- Advertisement -

Related Articles

Latest Articles