
বিনোদন জগতে নাকি কারও সংসার বেশিদিন টেকে না, এমনটাই শোনা যায় সাধারণ মানুষের মুখে। আর সংসার ভাঙলে নানা রকমের আলোচনা-সামলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রশ্ন ওঠে দোষেরও।
তবে কেন টেকে না তারকাদের সংসার? এ বিষয়ে কাউকে কিছু বলতে শোনা যায় না। আর সে বিষয়েই এবার মুখ খুললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘অন্তরা’। অর্থ্যাৎ অভিনেত্রী ফারিয়া শাহরিন।
রোববার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করেন ফারিয়া শাহরিন। লেখেন, ‘আজকে সারাদিন ভাবলাম নায়িকাদের কেন সংসার টেকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারো দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন।’
এ অভিনেত্রী আরও লেখেন, ‘নায়িকারা হলো স্বপ্নের মানুষ। স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, রোমান্স করা যায়, তার কথা ভাবতে ভাবতে আরও অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাই বললাম থাক!’
অভিনেত্রী বাস্তব জীবনের প্রসঙ্গ টেনে লেখেন, ‘কিন্তু ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছেঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বুয়ার মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাঝতেছে, টয়লেট করতেছে, পেত্নীর মতো দুই পা ঝুলাইয়া মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকবে না। বরং বাস্তবের জরিনা হয়ে যাবে।’
তিনি লেখেন, মেকআপসহ টিভিতে, টিকটকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না। খুব কমই নায়িকা আছে যে ন্যাচারালি সুন্দর। আর হলেও রোজ কি একই তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা ওই টিভির জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়ার চেয়ে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো।
ফারিয়া শাহরিন ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। সবশেষ কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান এ অভিনেত্রী।