6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

দিলদার, তার বন্ধু ও এক নায়িকার মজার জোকস

দিলদার, তার বন্ধু ও এক নায়িকার মজার জোকস
প্রতীকী ছবি

দিলদার ও তার বন্ধু পরীক্ষার হলে লেখা বাদ দিয়ে গল্প করছে…
স্যার: কী ব্যাপার তোমরা লেখা বন্ধ করে গল্প করছো কেন?
দিলদার: স্যার প্রশ্নে লেখা আছে পলাশীর যুদ্ধ সর্ম্পকে আলোচনা কর। তাই আলোচনা করছি!

দিলদারের বন্ধু ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে সুস্থ হয়ে ওঠার পর…
দিলদার: চল রাস্তা থেকে ঘুরে আসি।
বন্ধু: না বন্ধু, আমি বাইরে যাব না, সমস্যা আছে।
দিলদার: কেন? কী সমস্যা?
বন্ধু: ওই ট্রাকের পেছনে লেখা ছিল, ধন্যবাদ! আবার দেখা হবে!

- Advertisement -

নায়িকা: ওই হিরের দুল জোড়ার দাম কত?
ম্যানেজার: শুধু ১০টি চুমু দিলেই হবে।
নায়িকা: আচ্ছা, আর ওই শাড়িটি?
ম্যানেজার: ওটার জন্য ৫টি।
নায়িকা: দুটোই প্যাকেট করে দিন।
ম্যানেজার দুল আর শাড়ি প্যাকেট করে নায়িকার হাতে ধরিয়ে গলা বাড়িয়ে দাঁড়ালেন।
এবার নায়িকা তার সঙ্গে থাকা কাজের খালাকে বললেন—
নায়িকা: বিল চুকিয়ে দাও। খবরদার ১৫টার বেশি দিও না কিন্তু!

- Advertisement -

Related Articles

Latest Articles