11.8 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মিথ্যা বলা মহাপাপ

মিথ্যা বলা মহাপাপ
মিথ্যা বলা মহাপাপ নীতিবাক্য সমাজ থেকে উধাও হয়ে গিয়েছেএখন মিথ্যাকে সত্য দিয়ে নয় বরং মিথ্যাকে মিথ্যা দিয়ে কাউন্টার করার ট্রেনিং দেয়া হচ্ছে

‘মিথ্যা বলা মহাপাপ’ নীতিবাক্য সমাজ থেকে উধাও হয়ে গিয়েছে।এখন মিথ্যাকে সত্য দিয়ে নয় বরং মিথ্যাকে মিথ্যা দিয়ে কাউন্টার করার ট্রেনিং দেয়া হচ্ছে।

গুজবকে পাল্টা গুজব দিয়ে, চরিত্র হননকে পাল্টা চরিত্র হনন দিয়ে কাউন্টার করার নীতি শেখানো হচ্ছে। একটু স্মরণ করিয়ে দেই, আওয়ামী লীগের মো. নাসিম যখন মারা গেলেন তখন কমেন্টগুলোতে অনেকেই শোকের পরিবর্তে, ইন্না লিল্লাহর পরিবর্তে কটু বাক্য বর্ষণ করতে দ্বিধা করেন নি। এমনকি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান যখন মারা গেলেন তখনো অনেকে এমনটি করেছেন। একই ঘটনা ঘটলো যখন জামাতে ইসলামীর নেতা মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী মারা গেলেন।

- Advertisement -

উভয় ক্ষেত্রেই উভয় পক্ষই ভুলে গেলেন মৃত মানুষ নিয়ে বিষোদগার করা যায় না। কিন্তু অতি আশ্চর্যের বিষয় হলো মো. নাসিমের সময় যারা গালি দিলেন তারা উল্টো নসিহত করলেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর বেলায়। আবার মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর সময় যারা অশ্রাব্য অশালীন কথা বললেন মো. নাসিমের সময় তারা উল্টো নসিহত করেছিলেন। অনলাইন পোর্টাল, ভিডিও, সোস্যাল মিডিয়া খুললে এখন একজন সচেতন ব্যাক্তিও বলতে পারবেন না, কোন খবরটা গুজব আর কোনটা সত্যি। ফলে গুজবকে পাল্টা গুজব দিয়ে মোকাবেলা করার জন্যে অনেক রাজনৈতিক দলেই এখন অনলাইন এক্টিভিস্ট বা সাইবার যোদ্ধাদের জন্যে আলাদা উইং খোলা হয়েছে।

ফলে প্রতিপক্ষের রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি দিয়ে নকল অডিও বা টেলিফোন কথোপকথন বসিয়ে বলা হচ্ছে অমুক অমুকের অডিও ফাঁস! ইসরাইলের প্রতি মুসলিম সমাজের বিক্ষুদ্ধতার সুযোগ নিয়ে প্রতিপক্ষের লোকের নামে খবর ছাপিয়ে দিয়ে বলা হচ্ছে অমুক ইসরাইলকে শতকোটি ডলার সাহায্য দিয়েছে।

খবরের সত্যাসত্য যাচাই আজ আর দরকার হয় না। একটা কিছু বললেই হলো। নিজ দলের লোকেরা হুবহ বিশ্বাস করে ফেলবে আর প্রতিপক্ষ দলের লোকেরা এক বাক্যে মিথ্যা বলে উড়িয়ে দিবে। গোয়েবলসীয় মিথ্যার এই ঘৃণ্য যুদ্ধকে পরাজিত করে সত্য ও ন্যায় নীতিকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে অবশ্যই নির্মোহ হতে হবে। কিন্তু নির্মোহ হওয়া কি এতই সহজ?

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles