5.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

হিল্টন পুলিশের বিপুল মাদক জব্দ

হিল্টন পুলিশের বিপুল মাদক জব্দ - the Bengali Times
হিল্টন পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে

হিল্টন পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে। অন্টারিও এবং ওয়েস্টার্ন কানাডার মধ্যে মাদক চোরাচালানের ঘটনা তদন্তের অংশ হিসেবে ওই মাদক জব্দ করেছে পুলিশ।

পুলিশ বলেছে, গ্রীষ্মের কোনো এক সময় কর্মকর্তারা তদন্ত শুরু করেন। প্রজেক্ট অ্যাটলাস নামের ওই তদন্তের অংশ হিসেবে ২৪ থেকে ২৫ আগস্ট টরন্টো এরিয়াতে আটটি তল্লাশি পরোয়ানা বাস্তবায়ন করে পুলিশ। এসব তল্লাশিতে ১২৬ কেজি কোকেইন, ১২ লাখ ডলারের বেশি কানাডিয়ান মুদ্রা এবং তিনটি গাড়ি জব্দ করা হয়।

- Advertisement -

জব্দ করা গাড়িগুলোর ছবি প্রকাশ করেছে পুলিশ। তাতে গাড়িগুলোতে একাধিক গোপন কম্পার্টমেন্ট দেখা গেছে, যেখানে এসব মাদক লুকিয়ে রাখা হতো। একটি গাড়ির ছাদের নিচের একটি কম্পার্টমেন্টে ২০ ডলার মূল্যমাণের বিলভর্তি একটি ব্যাগ পাওয়া গেছে।

এক ভিডিওতে সার্জেন্ট ব্যারেট গ্যাব্রিয়েল বলেছেন, সহজে মাদক ও অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ পরিবহনে গাড়িগুলো উন্নতমানের হাইড্রোলিকব ট্র্যাপ সিস্টেমে সজ্জিত করা হয়েছে। এরপর বিপুল পরিমাণ মাদক ও অর্থ গোপনে বিভিন্ন গন্তব্যে পরিবহন করা হতো। গোপন জিপিএস ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে গাড়িগুলোর ওপর নজর রাখঅ হতো বলে মনে করা হচ্ছে।

গ্যাব্রিয়েল বলেন, জব্দকৃত মাদকের পাইকারী মূল্য প্রায় ৩১ লাখ ডলার। তবে এসব কোকেইনের স্ট্রিট ভ্যালু ১ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে জানান তিনি।

তিনি বলেন, মাদক পাচারকারীদের যে কোনো এলাকা নেই তার স্বপক্ষে সাম্প্রতিক অনেকগুলো উদাহরণের মধ্যে এটি অন্যতম।

গ্রেপ্তারকৃত চার ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে ১৩টি অভিযোগ আনা হয়েছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles