6 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ফাইজারের হালনাগাদ কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন

ফাইজারের হালনাগাদ কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন - the Bengali Times
ছয় মাস ও তার বেশি বয়সীদের জন্য ফাইজার বায়োএনটেকের হালনাগাদ কোভিড ১৯ ভ্যাকসিন অনুমোদন করেছে হেলথ কানাডা

ছয় মাস ও তার বেশি বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের হালনাগাদ কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন করেছে হেলথ কানাডা। এমআরএনএ ভ্যাকসিনটির উদ্দেশ্য ওমিক্রণের সাবÑভ্যারিয়েন্ট এক্সবিবি.১.৫-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। কানাডায় এখন এই সাবÑভ্যারিয়েন্টটির সংক্রমণ দেখা যাচ্ছে।

এই নিয়ে এক্সবিবি.১.৫ প্রতিরোধী দ্বিতীয় কোনো ভ্যাকসিন কানাডায় পাওয়া যাচ্ছে। সেপ্টেম্বরের গোড়ার দিকে মডার্নার হালনাগাদকৃত এমআরএনএ ভ্যাকসিন অনুমোদন করেছে হেলথ কানাডা। ফাইজার ও মডার্না উভয় ভ্যাকসিনই পাঁচ বছর ও তার বেশি বয়সীদের ওপর এক ডোজ প্রয়োগের জন্য।

- Advertisement -

তবে ছয় মাস থেকে চার বছর বয়সী যেসব শিশু কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম সিরিজ নেয়নি তাদের ক্ষেত্রে ফাইজার ভ্যাকসিনের তিন ডোজ নেওয়ার সুপারিশ করা হয়েছে। হেলথ কানাডা বলেছে, নোভাভ্যাক্সের নন-এমআরএনএ ভ্যাকসিন বর্তমানে পর্যালোচনা করে দেখছে তারা। ১২ বছর ও তার বেশি বয়সীদের ওপর প্রয়োগের অনুমোদন চেয়ে হেলথ কানাডায় আবেদন জমা দিয়েছে নোভাভ্যাক্স।

- Advertisement -

Related Articles

Latest Articles