7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বিল না দিতে ২০ রেস্তোরাঁয় হার্ট অ্যাটাকের ভান, এরপর…

বিল না দিতে ২০ রেস্তোরাঁয় হার্ট অ্যাটাকের ভান, এরপর...
প্রতীকী ছবি

একের পর এক নামীদামি রেস্তোরাঁয় খেয়ে যাচ্ছিলেন। মজাদার সব খাবার খেয়ে বিলও হত অনেক। কিন্তু বিল দেওয়ার আগেই বাধে যত ঝামেলা। বিল দিতে হবে এমন সময়ে হার্ট অ্যাটাক হয়েছে বলে ভান করতেন। এমনভাবে ২০টির বেশি রেস্তোরাঁয় হার্ট অ্যাটাকের ভান করেছেন এক ব্যক্তি। তবে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। স্পনের ব্লাঙ্কা অঞ্চলে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।

অভিযুক্ত ৫০ বছর বয়সী ব্যক্তির ছবি এখন ওই অঞ্চলের বিভিন্ন রেস্তোরাঁয় ঝুলছে। দেশটির পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অন্তত ২০টির বেশি রেস্তোরাঁয় এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে গতমাসেই তিনি ধরা পড়েন।

- Advertisement -

গ্রেপ্তারের দিন ওই ব্যক্তিকে রেস্তোরাঁর এক কর্মী চার হাজার টাকার বিলের কাগজ দেন। কিন্তু তিনি তা পরিশোধ না করেই সেখান থেকে চলে যেতে ধরছিলেন। এ সময় বিষয়টঁর কর্মীদের নজরে আসে। তবে অভিযুক্ত ব্যক্তি বলেন, তিনি তার হোটেল রুম থেকে টাকা আনতে যাচ্ছিলেন।

সেইসময় অভিযুক্ত ব্যক্তি তার হার্ট অ্যাটাক হয়েছে বলে অভিনয় শুরু করেন। ওই রেস্তোরাঁর ম্যানেজার বলেন, এটা খুবই নাটকীয় ছিল, তিনি অজ্ঞান হওয়ার ভান করে মেঝেতে পড়ে যান। আমরা ইতিমধ্যে ওই ব্যক্তির ছবি বিভিন্ন রেস্তোরাঁয় পাঠিয়েছি।

স্পনের সংবাদমাধ্যম ইএফই জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির পরনে ছিল লম্বা ধূসর রঙের প্যান্ট ও পোলো শার্ট। সেইসময় তিনি ওই রেস্তোরাঁর কর্মীকে অ্যাম্বুলেন্স ডাকতে বলেন। কিন্তু রেস্তোরাঁর কর্মীরা অভিযুক্তের এসব ভান বুঝতে পেরে পুলিশকে সব জানায়। এরপরেই পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

- Advertisement -

Related Articles

Latest Articles