7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নাচ দেখে সামলাতে পারলেন না সালমান, পুরনো প্রেম জেগে উঠল?

নাচ দেখে সামলাতে পারলেন না সালমান, পুরনো প্রেম জেগে উঠল? - the Bengali Times

সালমান খান ও ক্যাটরিনা

পুরনো প্রেম কি এত সহজে ভোলা যায়? বিয়ের পর সামানের সঙ্গে ক্যাটরিনার প্রথম কাজ ‘টাইগার ৩’তে। এই সিনেমার মাধ্যমে আবার পর্দায় ফিরেছে এই জুটি। ক্যাটের নাচ দেখে নিজেকে সামলাতে পারলেন না বলিউডের এই সুপারস্টার। তাহলে কি পুরনো প্রেম জেগে উঠল?

রহস্য এখনো বাকি—আগামীকাল ২৩ অক্টোবর মুক্তি পাবে ‘টাইগার ৩’ ছবির প্রথম গান ‘লেকে প্রভু কা নাম’। এই গানেই টাইগার ও জোয়ার (সালমান ও ক্যাটরিনা অভিনীত চরিত্রদের নাম) রসায়ন আরও একবার জীবন্ত হতে চলেছে।

- Advertisement -

যদিও এ গানের এক ঝলক প্রকাশ্যে এসে গেছে ইতোমধ্যেই। এবার এই গানে ক্যাটরিনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কতটা মধুর সেটাই লিখেছেন এই অভিনেতা।

সামাজিক মাধ্যমে তিনি ক্যাটরিনাকে উদ্দেশ করে লিখেন, ‘ক্যাট, এই গানে তুমি সকলে ছাপিয়ে গিয়েছ। তোমার সঙ্গে নাচতে সব সময় ভাল লাগে।’

এক সময় সালমান খানের হাত ধরেই লন্ডন থেকে এসে বলিউডে নিজের জায়গা পাকা করেছিলেন ক্যাটরিনা কইফ। অতীতে সালমানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের কথা কারও অজানা নয়। প্রায় চার বছর সম্পর্কে ছিলেন তারা। তাদের প্রেম ভাঙলেও থেকে গেছে বন্ধুত্ব। এখন ক্যাটরিনা আরেক অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles