
প্রতীকী ছবি
এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বাবার। এ নিয়ে সংসারে ঝগড়া হত প্রতিদিন। বিষয়টি সইতে না পেরে তিন মাস আগে মৃত্যু হয়েছে মায়ের। আর মাকে হারানোর বদলা নিতে বাবার প্রেমিককে কুপিয়ে খুন করলেন ছেলে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। ৪৫ বছরের ওই মহিলাকে খুনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত নারীর নাম রানি। তিনি দিল্লির ফরিদাবাদের সেক্টর ৬২-এর হাউসিং বোর্ড কলোনির বাসিন্দা। তাকে প্রায় ৩০ বার ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুনের ঘটনার পর রানির মেয়ে আদর্দ নগর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর মূল অভিযুক্ত গৌরব এবং তার সহযোগী আকাশকে গ্রেপ্তার করে ফরিদাবাদ থানার পুলিশ।
জিজ্ঞাসাবাদে গৌরব জানিয়েছে, এক বছর আগে তার বাবা যোগেন্দ্রর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল রানির। এই সম্পর্কের কথা জেনে মানসিকভাবে ভেঙে পড়েন তার মা। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে মারাই যান। এরপরই মায়ের মৃত্যুর বদলা নেওয়ার কথা ভেবেছিলেন গৌরব।