0.3 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

হামাসের হাতে জিম্মি অবস্থায় কেমন ছিলেন, যা বললেন ইসরায়েলি নারী

হামাসের হাতে জিম্মি অবস্থায় কেমন ছিলেন, যা বললেন ইসরায়েলি নারী

ইসরায়েলি নারী ইয়োমেভেদ লিফশিত্জ ছবি আলজাজিরা

গত সোমবার রাতে হামাসের কাছ থেকে মুক্তি পেয়েছেন দুই ইসরায়েলি নারী। তাঁদের একজন ৮৫ বছর বয়সী ইসরায়েলি নারী ইয়োমেভেদ লিফশিত্জ। জিম্মি অবস্থায় কেমন ছিলেন এবং হামাস সদস্যরা কেমন আচরণ করেছে, মুক্তির পর তা জানিয়েছেন তিনি।

গতকাল তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসরায়েলের কিবুত্জ এলাকা থেকে আটকের পর মোটরসাইকেলে করে তাঁকে গাজায় নেওয়া হয়।
এ সময় তিনি কিছুটা আঘাত পান। মাটির নিচে একটি সুড়ঙ্গে রাখা হয়েছিল তাঁকে।

- Advertisement -

তাঁকে নিতে আসা হামাসের লোকজন বলেন, ‘আমরা পবিত্র কোরআনে বিশ্বাস করি। আমরা আপনাকে আঘাত করব না।

তিনি আরো জানান, একজন চিকিৎসক জিম্মিদের দেখে যেতেন। তাঁদের যে খাবার দেওয়া হয়েছে, হামাস সদস্যরাও তা-ই খেয়েছেন।

এদিকে হামাসের জিম্মায় থাকা লোকজনের তথ্য জানতে চেয়ে গাজায় লিফলেট বিতরণ করেছে ইসরায়েল। বিনিময়ে নিরাপত্তা ও ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে দেশটি।
ইসরায়েল জানিয়েছে, এখনো হামাসের কাছে দুই শর বেশি ব্যক্তি জিম্মি অবস্থায় আছে।

- Advertisement -

Related Articles

Latest Articles