ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্বাসিত মেয়ে রাঘাদ সাদ্দামকে বাবার নিষিদ্ধ বাথ পার্টির প্রচারের জন্য সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাগদাদের একটি আদালত রোববার এ রায় দেন। এতে নিষিদ্ধ বাথ পার্টির কার্যকলাপ প্রচার করার অপরাধে রাঘাদ সাদ্দাম হোসেনকে দোষী সাব্যস্ত করা হয়।
২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর দলটিকে বিলুপ্ত ও নিষিদ্ধ ঘোষণা করা হয়।
২০২১ সালে সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া চ্যানেলে বাথ পার্টির প্রশংসা করে প্রচারণা চালান রাঘাব সাদ্দাম। সে সময় ১৭৭৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেন। তার বাবার শাসনামলকে তিনি গৌরব ও সমৃদ্ধির বলে দাবি করেন।
বর্তমানে রাঘাদ তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় হুসাইন এবং কুশে হুসাইন ২০০৩ সালে মসুলে মার্কিন সেনাবাহিনীর হাতে মারা যায়।