6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

যে অপরাধে সাদ্দাম হোসেনের মেয়ের সাত বছরের কারাদণ্ড

যে অপরাধে সাদ্দাম হোসেনের মেয়ের সাত বছরের কারাদণ্ড

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্বাসিত মেয়ে রাঘাদ সাদ্দামকে বাবার নিষিদ্ধ বাথ পার্টির প্রচারের জন্য সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

- Advertisement -

বাগদাদের একটি আদালত রোববার এ রায় দেন। এতে নিষিদ্ধ বাথ পার্টির কার্যকলাপ প্রচার করার অপরাধে রাঘাদ সাদ্দাম হোসেনকে দোষী সাব্যস্ত করা হয়।

২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর দলটিকে বিলুপ্ত ও নিষিদ্ধ ঘোষণা করা হয়।

২০২১ সালে সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া চ্যানেলে বাথ পার্টির প্রশংসা করে প্রচারণা চালান রাঘাব সাদ্দাম। সে সময় ১৭৭৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেন। তার বাবার শাসনামলকে তিনি গৌরব ও সমৃদ্ধির বলে দাবি করেন।

বর্তমানে রাঘাদ তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় হুসাইন এবং কুশে হুসাইন ২০০৩ সালে মসুলে মার্কিন সেনাবাহিনীর হাতে মারা যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles