6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

রাজের সঙ্গে আমাকে জড়িয়ে যেটা রটছে সেটা ঠিক নয়: ইধিকা পাল

রাজের সঙ্গে আমাকে জড়িয়ে যেটা রটছে সেটা ঠিক নয়: ইধিকা পাল
কলকাতার নায়িকা ইধিকা পাল ও নায়ক শরিফুল রাজ ফাইল ছবি

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘কবি’ নামের একটি সিনেমা বানানোর ঘোষণা দেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। কিন্তু এ সিনেমায় শাকিব খান থাকবেন না বলে জানিয়েছেন। ফলে তার স্থানে নেওয়া হয়েছে নায়ক শরিফুল রাজকে।

এদিকে রাজের বিপরীতে থাকার কথা রয়েছে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা কলকাতার ইধিকা পাল। এমন খবর এসেছে বাংলাদেশের সংবাদমাধ্যমে, যা চোখ এড়ায়নি ইধিকার।

- Advertisement -

তিনি রাজের নায়িকা হচ্ছেন কি হচ্ছেন না এ বিষয়ে এবার মুখ খুলেছেন। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে ইধিকা জানিয়েছেন, এখনো তার পক্ষ থেকে চূড়ান্ত কিছুই জানানো হয়নি। তিনি আপাতত ‘কবি’-এর চিত্রনাট্য পড়ছেন। পুরোটা পড়া শেষ করেই সিদ্ধান্ত জানাবেন।

ইধিকা বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে। কেউ কেউ নিশ্চিতভাবে লিখে দিয়েছেন আমি নাকি রাজের সঙ্গে কাজ করছি। কিন্তু এখনো আমার তরফ থেকে নিশ্চিত করা হয়নি। আমার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু যতক্ষণ সবটা না পড়ছি, ততক্ষণ কোনো সিদ্ধান্তই জানাতে পারব না। তাই যেটা রটছে সেটা ঠিক নয়।’

- Advertisement -

Related Articles

Latest Articles