14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

রাশিফল : নারীঘটিত সম্পর্কে সাবধান থাকবেন মিথুন

রাশিফল : নারীঘটিত সম্পর্কে সাবধান থাকবেন মিথুন
ফাইল ছবি

যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো। জ্যোতিষী তারকনাথ মন্ডল, সদস্য অ্যাস্ট্রোলজিকাল সোসাইটি কলকাতা।

মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল)

- Advertisement -

জাতকের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। একই সময়ে প্রবীণ-প্রবীণারা শারীরিক অসুস্থতায় পতিত হতে পারেন।

বৃষ : (২১ এপ্রিল-২০ মে)

জাতকের লগ্নে অবস্থান করায় জীবনে উন্নতি করার সুযোগ রয়েছে। অচিরেই কোনো বন্ধুর সবল হাত ধরে বৈতরণি পার হবেন।

মিথুন : (২১ মে-২০ জুন)

জাতক নারীঘটিত সম্পর্কে সাবধান। নীতিবহির্ভূত কার্যকলাপে জড়াবেন না। বন্ধুদের প্ররোচনায় জোর করে প্রেম করা থেকে বিরত থাকুন।

কর্কট : (২১ জুন-২০ জুলাই)

ধর্মীয় সমাজে অবদান রাখার সঠিক সময়। জাতক ধর্মীয় কাজে সম্মান পাবেন। দূরের যাত্রা শুভ।

সিংহ : (২১ জুলাই-২০ আগস্ট)

অধিক লাভের আশায় শঠতার আশ্রয় নেবেন না। অংশীদারের অনৈতিক বুদ্ধি গ্রহণ করবেন না।

কন্যা : (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)

যুবতী রমণীর জীবনে প্রেমের যোগ রয়েছে। তবে কিছুতেই আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। প্রেম যতই গভীর হোক, বুঝেশুনে বিশ্বাস করুন।

তুলা : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

জীবনে প্রশাসনিক কাজে জড়িতদের উৎকোচের প্রলোভনে পা না দেওয়াই ভালো। না হলে উৎকোচ সংক্রান্ত বিষয়ে ভুলের মাশুল গুনতে হতে পারে।

বৃশ্চিক : (২৩ অক্টোবর-২০ নভেম্বর)

শনিগ্রহের সংযোগের ফলে গচ্ছিত অর্থের ভরাডুবি হওয়ার সম্ভাবনা। তাই অযথা কাউকে টাকা না দেওয়াই ভালো।

ধনু : (২১ নভেম্বর-২০ ডিসেম্বর)

জীবনের বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়াই ভালো। হয়তো এত দিনের পুরনো কোনো ইচ্ছা পূরণ হবে।

মকর : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আপনার ক্ষতি করতে পারে। এ সপ্তাহে ব্যবসায়ে জড়াবেন না। কারণ বর্তমানে সামাজিকভাবে সময়টা ব্যবসাবান্ধব নয়।

কুম্ভ : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সবার চিন্তা আপনি না করলেও চলবে। এবার একটু ভেবেচিন্তে নিজের দিকে তাকান। আবেগের তাড়নায় কোনো সিদ্ধান্ত নেবেন না।

মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সৃষ্টির শুরু থেকে পরোপকারের নেশায় জাতক বিভোর। চতুর লোকের মিষ্টি কথায় ভুলবেন না। এরা আপনার সরলতার সুযোগে নিয়ে ফাঁসাবে।

- Advertisement -

Related Articles

Latest Articles