
সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ। অবরোধকে কেন্দ্র করে সকাল ৭টার দিকে রাজধানীর বাড্ডা-রামপুরা সড়কে অবস্থান নিতে চাইলেও পুলিশের বাধার মুখে সুবিধা করতে পারেনি বিএনপি নেতাকর্মীরা।
পুলিশ জানায়, স্লোগান দিয়ে, ছবি তুলে দুই মিনিটের মধ্যে সড়ক থেকে হাওয়া হয়ে যায় তারা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর বাড্ডা, লিংক রোড, নতুন বাজার এলাকায় সরেজমিনে গিয়ে এ তথ্য জানা যায়।
সরেজমিনে দেখা গেছে, বাড্ডা-রামপুরা সড়কে অন্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন। এমনকি সড়কে আস্তে আস্তে সব ধরনের যানবাহন নামতে শুরু করেছে। অফিসগামী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে অবরোধের কোনো প্রভাব তারা দেখেননি। কেউ কেউ বাসা থেকে একটু ভয়-আতঙ্ক নিয়ে বের হয়েছিলেন। তবে সড়কে স্বাভাবিক অবস্থা দেখে তাদের সেই ভয় কেটে গেছে।
জানতে চাইলে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সৌমিত্র সাহা ঢাকা পোস্টকে বলেন, সকাল ৭টার দিকে বাড্ডার কনফিডেন্স টাওয়ারের সামনে বিএনপি নেতাকর্মীরা ১/২ মিনিটের জন্য জড়ো হয়ে স্লোগান দেওয়া শুরু করেছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ছবি তুলে সড়ক ছেড়ে দেয়।
তিনি বলেন, এখন পর্যন্ত অবরোধের তেমন কোনো প্রভাব রাজধানীতে দেখা যায়নি। অন্য দিনের মতোই বাস, সিএনজিসহ সব ধরনের যানবাহন চলছে। সব কিছু স্বাভাবিক আছে।