6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বিকিনি থেকে শর্টস, উষ্ণতা ছড়ালেন যিশুকন্যা

বিকিনি থেকে শর্টস, উষ্ণতা ছড়ালেন যিশুকন্যা - the Bengali Times
যিশুকন্যা সারা

টলিউড থেকে বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই অভিনয় করে সুনাম কুড়িয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। বাবার পথ ধরে ২০১৮ সালে পর্দায় অভিষেক ঘটে যিশুকন্যা সারা’র। কাজ করেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ সিনেমায়। এরপর র‍্যাম্প মডেল হিসেবেও নিজের পরিচিত তৈরি করেন।

তবে সবকিছুকে ছাপিয়ে এবার এই তারকাকন্যা আলোচনায় তার সাহসী অবতারের কারণে। সম্প্রতি গোয়াতে ঘুরতে গিয়েছিলেন অভিনেতার পরিবার। সেখানেই বিকিনি থেকে শর্টস, বেশ খোলামেলা অবতারেই ধরা দিয়েছেন যিশুকন্যা। সঙ্গে ছিলেন ছোট বোন জারা ও বাবা-মা।

- Advertisement -

সারার ছবিতে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া। একজন কমেন্টে লিখেছেন, ‘তুমি যত বড় হচ্ছ, পুরো মায়ের মতো দেখতে হচ্ছো। তোমার বড় ভক্ত আমি।’ অপরজনের মন্তব্য, ‘আমার টলিউডের সবচেয়ে প্রিয় পরিবার’। অন্য একজন লিখেছেন, ‘তোমাকে দারুণ লাগছে। কী সুন্দরী। চোখ ধাঁধিয়ে যাচ্ছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles