8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ধূমপানের কারণে দাঁতে হলদেটে দাগ হলে যা করবেন

ধূমপানের কারণে দাঁতে হলদেটে দাগ হলে যা করবেন - the Bengali Times

ধূমপানের অভ্যাস থাকার কারণে অনেকেরই দাঁতে পড়ে হলদেটে বা কালচে দাগছোপ। আর এই সমস্যার সমাধানে বিশেষজ্ঞের কাছে না গেলে দাগছোপ আরও জেদি হতে থাকে।

- Advertisement -

তবে নিয়মিত আপনি যদি দাঁত ব্রাশ করার সময় একটি টোটকা মানেন, তাহলে হলদেটে দাঁত ঝকঝকে হতে বেশিদিন সময় লাগবে না। চলুন জেনে নেওয়া যাক দাঁত ঝকঝকে করার ঘরোয়া টোটকা-

এজন্য দরকার বেকিং সোডা। এর ব্যবহার কমবেশি সবার ঘরেই হয়। বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বেকিং সোডার কার্যকারিতা অনেক।

আরও পড়ুন :: চল্লিশ বছরের পরও নারীর তারুণ্য ধরে রাখার উপায়

এছাড়া শারীরিক বিভিন্ন সমস্যার সমাধানেও বিশেষজ্ঞরা বেকিং সোডা গ্রহণের পরামর্শ দেন। যেমন- হজমের সমস্যা দূর করতে, গলা ব্যথা থেকে রেহাই পেতে ইত্যাদি কারণে।

ধূমপানের কারণে যদি আপনার দাঁত হলদেটে হয়ে যায় তাহলে টুথপেস্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজুন। এতে দাঁত চকচকে হবে।

অনেক সময়ে নখের উজ্জ্বলতা হারিয়ে যায়, খসখসে দেখায়। জলে সামান্য বেকিং সোডা মিশিয়ে মিশ্রণটি তুলোয় ভিজিয়ে নখে লাগালে নখের উজ্জ্বলতা ফিরে আসবে।

- Advertisement -

Related Articles

Latest Articles