
ঘর ভাড়া নিয়ে চলছিল যৌন ব্যবসা। গোপন সূত্রে জানতে পেরে মধ্যরাতে সেই বাড়িতে অভিযান চালাল পুলিশ। গ্রেপ্তার করা হলো ছয়জনকে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে বাড়ির মালিক নিজেও। এছাড়া উদ্ধার করা হয়েছে এক তরুণীকে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নবদ্বীপের মায়াপুর হুলোর ঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সমীরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়িতে কয়েকজন জড়ো হওয়ার তথ্য পেয়েছিল পুলিশ। মধ্যরাতে সেই বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। নবদ্বীপ থানার জলেশ্বর তিওয়ারির দাবি, গ্রেপ্তারের সময়ে সবাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পরে এক তরুণীসহ সাতজনকে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তাররা ব্যবসায়িক সূত্রে তারা একে অপরের পরিচিত। তদন্তে জানা গেছে, বাড়ির মালিক সমীর পর্যটকদের ঘর ভাড়া দেওয়ার ব্যবসা করেন। তাদের নবদ্বীপের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এ সময় উদ্ধার হওয়া তরুণীর জবানবন্দি নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনকে ১২ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।