11.8 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

বুধবার আপনার ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে

বুধবার আপনার ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে - the Bengali Times
ছবি প্রতীকী

আমাদের সবারই কম-বেশি জানতে ইচ্ছা করে সারাদিন কেমন কাটবে। সেটি যদি আগে থেকে জানা যায়, তাহলে নিজেকে কিছুটা এগিয়ে নেয়া যায়। আর এ কারণেই আপনি দিনের ধারণা নিতে পড়তে পারেন রাশিফল। জীবন, জীবিকা, সম্পর্ক, লেনদেনসহ যাবতীয় কিছুর পূর্বাভাস এখানেই পেয়ে যাবেন। আজ বুধবার (১ নভেম্বর, ২০২৩)। ভাগ্যের সঙ্গে বাস্তবতার সংমিশ্রণে আপনার সঙ্গে আজ কী ঘটতে যাচ্ছে চলুন দেখে নেয়া যাক।

মেষ
মেষ রাশির জাতকরা আজ পরিজনদের সহযোগিতা লাভ করবেন। ফলে সহজেই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। মনের মধ্যে হতাশার সঞ্চার হতে দেবেন না। তা না-হলে দুর্বল হয়ে পড়তে পারেন। সৃজনশীল কাজে রুচি বাড়বে। সন্তানের কারণে সমস্যায় পড়বেন। ভাই বা বোনের বিবাহে আগত বাধা দূর করার জন্য পরিবারের কোনও সদস্যের সাহায্য নিতে পারেন।

- Advertisement -

বৃষ
এই রাশির জাতক-জাতিকারা যাত্রায় সতর্কতা অবলম্বন করুন। কারণ দুর্ঘটনার ভয় রয়েছে। পারিবারিক সমস্যা থাকলে, বাবার সহযোগিতায় তার সমাধান খুঁজে পাবেন। ব্যবসায় কারও পরামর্শ নিলে বুদ্ধি ও বিচক্ষণতার প্রয়োগ করে তার কার্যকর করুন।

মিথুন
উচ্ছ্বল সুন্দর সময় কাটবে, তবে পেটের সমস্যায় ভুগতে হতে পারে। অংশীদারীত্বে যে ব্যবসা করবেন, তার দ্বারা লাভান্বিত হবেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ করার জন্য একটি তালিকা তৈরি করুন এবং গুরুত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করবেন। কারও কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে, তা শোধ করতে পারবেন।

কর্কট
মন থাকবে প্রশান্তিতে পরিপূর্ণ, কোনও কিছুই বিরক্ত করতে পারবে না। নিজের কাজ সম্পন্ন করার জন্য বন্ধুর সাহায্য পেতে পারেন। মায়ের স্বাস্থ্য দুর্বল হওয়ার কারণে সামান্য চিন্তিত হতে পারেন। জীবনসঙ্গীর পরামর্শ অনুযায়ী যে লগ্নি করবেন, তার দ্বারা লাভান্বিত হবেন। পরিবারের সদস্যের কাছ থেকে ফোনে কোনও গুরুত্বপূর্ণ ও বহু প্রতীক্ষিত সংবাদ শুনতে পারবেন।

সিংহ
দিনটি সাফল্যমণ্ডিত, হাতে নগদ কিছু টাকা আসতে পারে। পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণ করতে সফল হবেন। ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সহকর্মীর দ্বারা প্রভাবিত হবেন না।

কন্যা
কন্যা রাশির জাতকদের সৃজনশীল কাজে রুচি বাড়বে। জীবনসঙ্গীর সহযোগিতায় শ্বশুরবাড়ির সদস্যের সঙ্গে চলতে থাকা বিবাদ শেষ করতে সফল হবেন। কোনো সরকারি কাজ অসম্পূর্ণ ছাড়বেন না। এমন করলে ভবিষ্যতে আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে তার সবদিক ভালো ভাবে যাচাই করে নেবেন।

তুলা
তুলা রাশির জাতকদের সামাজিক কাজে রুচি বাড়বে। আত্মীয়ের জন্য টাকার ব্যবস্থা করতে পারেন। কোনো নতুন কাজ শুরুর জন্য এটি ভালো দিন। পারিবারিক সমস্যায় ভয় না-পেয়ে, তার মোকাবিলা করুন।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ চললে তার সমাধান হবে। সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে। ব্যবসার কারণে দূরের যাত্রা করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিবাদ চললে তার সমাধান করতে সফল হবেন। কোনো কাজে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না।

ধনু
মনে কিছু চেপে রাখতে ইচ্ছা করবে না, অপ্রিয় সত্য বলার আগে সাবধান। অতীতে কারও কাছ থেকে ঋণ নিয়ে থাকলে তাদের সঙ্গে দেখা হতে পারে। এর ফলে চিন্তিত হবেন। ব্যবসায়ীদের নগদ টাকার অভাব হবে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করবেন। নিজের জন্য সময় বের করতে পারবেন। পরিবারের ছোট সদস্যের সঙ্গে হাসি ঠাট্টা করে সময় কাটাবেন।

মকর
কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে সফল হবেন। আর্থিক পরিস্থিতির কারণে বিশেষ চিন্তিত থাকবেন না। কারণ কম আয় সত্ত্বেও পারিবারিক প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন। মনে অস্থিরতা কাজ করবে, যে ভাবেই হোক শান্ত থাকা দরকার।

কুম্ভ
প্রতিভা প্রদর্শনের সেরা দিন, এর সূত্রেই জীবনে সাফল্য আর ভালবাসা আসবে। নিজের কাজে সফল হবেন, তবে বিরোধীরা আপনাকে উত্ত্যক্ত করতে ছাড়বে না। চাকরিজীবীদের বরিষ্ঠদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। তবে এই বিবাদ এড়িয়ে যান। তা না-হলে পদোন্নতির পথে বাধা সৃষ্টি সম্ভব।

মীন
ব্যক্তিগত জীবনে অকপট স্বীকারোক্তি দরকার, তবে তা যেন রুক্ষ না হয়। নিজের কিছু দায়িত্ব পূরণে চিন্তিত থাকবেন। তবে সন্ধ্যার মধ্যে তার সমাধান খুঁজে পাবেন। ব্যবসা ও কর্মক্ষেত্রে শত্রুদের থেকে সতর্ক থাকুন। কারণ তারা আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে।

- Advertisement -

Related Articles

Latest Articles