5.8 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

রাজধানীতে ফের ৩ বাসে অগ্নিসংযোগ

রাজধানীতে ফের ৩ বাসে অগ্নিসংযোগ - the Bengali Times
ছবি সংগৃহীত

বিএনপির দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি ঘিরে শনিবার সন্ধ্যায় রাজধানীর বেশ কয়েকটি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। অবরোধের সমর্থনে এদিন বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এ সময় একাধিক যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

নিউমার্কেট থানা পুলিশ জানায়, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টার ও নিউমার্কেটসংলগ্ন গাউসিয়া মার্কেটের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

- Advertisement -

নিউমার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু বলেন, দুর্বৃত্তরা আকস্মিক বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে। দুর্বৃত্তরা যাতে জনসাধারণের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

এদিকে যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর যুগল বিশ্বাস যুগান্তরকে জানান, সন্ধ্যার দিকে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

তিনি জানান, বাসটি উত্তরা থেকে ছেড়ে পোস্তগোলার উদ্দেশে রওনা দেয়। যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে আসার পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

দিকে সায়েদবাদ এলাকাতেও একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তবে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

প্রসঙ্গত সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে দ্বিতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে রোববার। এতে সড়ক, রেল, নৌ এবং আকাশপথে যান চলাচল বন্ধের কথা বলা হয়েছে।

এর আগে তাদের প্রথম দফার চারদিনের অবরোধ কর্মসূচি শেষ হয় বৃহস্পতিবার। এছাড়া ২৮ অক্টোবর থেকে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠা ঢাকার রাজপথে ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles