-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

মুন্নীর স্বামীর সঙ্গে বুবলীর নতুন প্রেমের গুঞ্জন

মুন্নীর স্বামীর সঙ্গে বুবলীর নতুন প্রেমের গুঞ্জন - the Bengali Times
চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে গানবাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের

চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে গানবাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের। রোববার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ গুঞ্জনের খবর ঘুরপাক খাচ্ছে। এর পর বিভিন্ন গণমাধ্যমেও এ সংবাদ প্রকাশিত হয়েছে।

জানা যায়, মুন্নীর স্বামী সংগীতশিল্পী তথা গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেম করছেন চিত্রতারকা শাকিব খানের স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। পরে মুন্নীর ফেসবুক থেকে স্ট্যাটাসটি উধাও হয়ে যায়! এর পর শুরু হয় বিভিন্ন ধরনের গুঞ্জন।

- Advertisement -

শুক্রবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে মুন্নী লেখেন— ‘তাপস ও বুবলী প্রেম করছেন। বুবলী যেভাবে অপু বিশ্বাসের সংসার ভেঙেছে, আমারটাও সেভাবে ভাঙছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে অন্তঃসত্ত্বা হয়েছেন। এখন তার লক্ষ্য তাপস। এমন যদি আমার সঙ্গে কিছু হয়ে থাকে তা হলে এর সম্পূর্ণ দায়ভার তাপস ও বুবলীর।’

স্ট্যাটাসটি এখন দেখা না গেলেও এর স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এ প্রসঙ্গে জানতে বুবলীকে ফোন দিলে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে তাপসের নম্বরও বন্ধ রয়েছে।

‘গানবাংলা’র জনসংযোগ কর্মকর্তা রুদ্র হকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবে খ্যাত ফারজানা মুন্নি এবং কৌশিক হোসেন তাপসের সাফল্যময় অগ্রযাত্রা ও সুনামের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ বা

কোনো একটি চক্র ফারজানা মুন্নির আইডি থেকে এমন একটি স্ট্যাটাস প্রকাশ করে। যা এখনো উদ্ঘাটন করা যায়নি কে বা কারা এমনটি করেছে। এ বিষয়ে কাজ চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles