3.4 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

‘যা জানলাম, তা বলতেও রুচিতে বাঁধছে’

‘যা জানলাম, তা বলতেও রুচিতে বাঁধছে’ - the Bengali Times
চিত্রনায়িকা বুবলী

গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেমের খবরে সরগরম নেটদুনিয়া। আর এই গুঞ্জনের মূলে ছিল তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নীর ফেসবুক স্ট্যাটাস। মুন্নীর সেই স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘তাপস ও বুবলীর মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগন্যান্ট হয়েছে, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।’
রহস্যটি আরও বেড়েছে মুন্নীর স্ট্যাটাসটি মুছে দেওয়ার পর। সত্যি ঘটনাটি কী? জানতে যোগাযোগ করা হয় বুবলীর সঙ্গে। তিনি বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত সইতে হবে জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে সাংবাদিকরা একের পর এক ফোন করে যাচ্ছে। যা জানলাম, তা বলতেও রুচিতে বাঁধছে। শুনেছি, হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছে।’

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে, বেশকিছু দিন ধরে। আমি যেই টিএম ফিল্মসের সঙ্গে “খেলা হবে” নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, সেখানে কীভাবে পরিবেশ নোংরা করা যায়; সেই পাঁয়তারাই তারা করছে। টিএম ফিল্মসের কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহের একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। আমাকে অনেক স্নেহও করেন। আমার পরিবারের মতো গুরত্বপূর্ণ একটি অংশও তারা। এসব নোংরামি করে সেই সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে একটি মহল।’

- Advertisement -

এদিকে, আজ শনিবার দুপুরে এক স্ট্যাটাসে ফারজানা মুন্নীও দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি দেওয়া হয়েছিল। তিনি লিখেছেন, ‘আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে যা আপনারা সবাই দেখেছেন। আমার প্রোফাইলটি হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে।’

উল্লেখ্য, তাপস ও মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বুবলী। তানিম রহমান অংশু’র পরিচালনায় এতে আরও অভিনয় করবেন পরীমণিও।

- Advertisement -

Related Articles

Latest Articles