9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

অশ্লীল কোনটা, ডিপজলকে প্রশ্ন ইধিকার

অশ্লীল কোনটা, ডিপজলকে প্রশ্ন ইধিকার - the Bengali Times

প্রথমবারের মতো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল।

- Advertisement -

এই নায়িকাকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন দেশের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। যেখানে তিনি ইধিকার পোশাককে ‘অশ্লীল’ বলে সম্বোধন করেন।

সদ্য ঢাকায় সফররত ইধিকাকে সেই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। যার জবাবে তিনি বলেন, উনি (ডিপজল) তো সিনেমার লর্ড। ওনাকে কি বলব, উনি তো সিনেমার বড় মাপের মানুষ। তাকে নিয়ে তো নতুন করে বলার নেই। তবে একটা কথা বলি। আমার যতদূর ধারণা যে উনি আমাকে বলেছেন- আমি অশ্লীল পোশাক পরি। উনার কাছে আমার একটা প্রশ্ন আছে, অশ্লীল কোনটা?

ইধিকা পাল বলেন, এখন পর্যন্ত আমার যে কটা কাজ আছে, করা হয়েছে; সেখানে কোথাও অশ্লীলতা আছে বলে আমার মনে হয়নি। আরেকটা প্রশ্ন- উনি আমার চেয়ে সিনিয়র, উনার কাছ থেকে এমন মন্তব্য আশা করিনি। শুধু পোশাক-আশাক তো অশ্লীল হয় না, অশ্লীল মনও হয়। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক-আশাক নিয়ে মন্তব্য করাটাই অশ্লীল আচরণ, আমারটা নয়।

জানা গেছে, ঢাকায় একটি বিউটি ট্রিটমেন্টের শো-রুম উদ্বোধন করতে বাংলাদেশে এসেছেন শাকিবের ‘প্রিয়তমা’।

- Advertisement -

Related Articles

Latest Articles