
যখন দেখবেন-
.
– লোকে আপনাকে গোপন কথা বলে বলছে,”শুধু আপনাকেই বললাম”
– মহিলারা আপনার সাথে ভাই পাতাচ্ছে বা পুরুষগুলা বোন পাতাচ্ছে
– লোকে শুধু আপনার দাওয়াত খেয়েই যাচ্ছে, দিচ্ছে না
– শ্বশুরবাড়ির লোকজন আপনাকে খাইয়ে গরু মোটাতাজা প্রকল্প হাতে নিয়েছে
– বন্ধুবান্ধব শুধু আপনার বাসায়তেই নিয়মিত আড্ডা/আসর বসাচ্ছে
– হাজার কাজ করেও আপনার প্রমোশন হচ্ছে না
– চাকরি যাওয়ার ভয়ে আপনি আধমরা, কিন্তু জীবনেও আপনার চাকরি যায়নি
– পছন্দের রাজনৈতিক দলের বদনাম শুনে আপনার চাঁদি টগবগ ফুটে
– আপনার পছন্দের টিভি প্রোগ্রাম ‘রেসলিং’ কিংবা ‘ভারতীয় সিরিয়াল’
– বাজারে দোকানদার আপনাকে স্যার স্যার করে মাছ/মাংস গছিয়ে দিচ্ছে
– দোকানদার চালের বস্তা আপনার বাসায় পৌঁছে দিয়ে আসছে
– ফেইসবুক ফ্রেন্ডদের অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন
– ফেইসবুক গ্রূপের এডমিন হয়ে নিজেকে ইম্পরট্যান্ট পার্সন ভাবছেন
– অফিসে নিজের পাওনা ছুটি চাইতেও ভয় পাচ্ছেন
– ধার করে হলেও ঘি খাচ্ছেন
– কথার মধ্যে ‘আমি/ আমার’ শব্দ বেশি ব্যবহার করছেন
– অন্যদের বোকা ভাবা শুরু করেছেন।
.
.
আর কখন বুঝবেন আপনি একজন বুদ্ধিমান মানুষ?
যখন দেখবেন-
.
– লোকে আর আপনাকে দাওয়াতে ডাকছে না
– অন্যকে উপদেশ দেয়া কমিয়ে দিয়েছেন
– অনুষ্ঠানে গেলে লোকজন আপনাকে এড়িয়ে চলছে
– বাজারে গেলে মাছ-মাংস আলারা আপনাকে পাত্তা দিচ্ছে না
– অন্যকে নিয়ে পরচর্চা করছেন না
– পরিবার নিয়ে ভ্যাকেশনে যাচ্ছেন
– অনলাইনে সময় কমিয়ে দিয়ে বাইরে ঘুরতে বেরোচ্ছেন
– ফেইসবুকে লাইক-কম্মেন্ট করছেন না, পোস্টও দিচ্ছেন না; শুধু তামাশা দেখেছেন
– আপনার পছন্দের রাজনৈতিক দলের সমালোচনা করছেন
– ফেইসবুকে উত্তেজনাকর রাজনৈতিক পোস্ট দেখেও নির্লিপ্ত থাকছেন
– আপনার বন্ধু বান্ধবের সংখ্যা আশংকাজনক হারে কমে যাচ্ছে
– লোক দেখানো খরচ করছেন না
– সমাজে নিজের চাইতেও বুদ্ধিমান মানুষের সন্ধান পাচ্ছেন।
.
.
.
নভেম্বর ৫, ২০২২।