3.8 C
Toronto
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

আউটডোর কর্মকান্ডে কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল চায় টরন্টো

আউটডোর কর্মকান্ডে কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল চায় টরন্টো - the Bengali Times

আউটডোর কর্মকান্ডে কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল করে গ্রে জোনে কিছুটা পরিবর্তন আনতে চায় অন্টারিও। টরন্টো জনস্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. এইলিন দ্য ভিলা বুধবার বলেন, রেড জোনের অধীন অঞ্চলে অর্থনৈতিক কর্মকান্ডপুনরায় চালু করতে যে ধরনের উপাত্ত প্রয়োজন টরন্টোর তা নেই। এ পরিবর্তিত রূপ কেমন হবে, সেটা এখনও নির্ধারণ করা হয়নি। তবে টরন্টো মেয়র জন টরি বলেছেন, দুটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এগুলোর কোনোটিই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। গ্রে জোনের যেকোনো পরিবর্তন আনতে হবে প্রদেশকে।

- Advertisement -

গ্রেটার টরন্টো এরিয়ার মধ্যে কেবলমাত্র টরন্টো ও পিল রিজিয়নই এখন পর্যন্ত প্রাদেশিক লকডাউনের আওতায় আছে। যদিও দ্য ভিলার মতো পিল রিজিয়নের মেডিকেল অফিসার ডা. লরেন্স লোহও বলেছেন, সংক্রমণের যে সংখ্যা তাতে এই মুহূর্তে রেড জোনে উত্তরণটা ঝুঁকিপূর্ণ।

- Advertisement -

Related Articles

Latest Articles